চলো পড়ি ট্রিপল-ই

চলো পড়ি ট্রিপল-ই

  • ক্যারিয়ার ডেস্ক

সাম্প্রতিক সময়ে প্রকৌশলের বিভিন্ন বিষয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় বিষয় হয়ে উঠেছে তড়িৎ ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সাধারণের কাছে যা ট্রিপল-ই নামে পরিচিত। সব সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তো বটেই, এখন এ বিষয়ে পড়ার সুযোগ প্রসারিত হয়েছে বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও।

কাজের ক্ষেত্র
ইলেকট্রনিকসের বিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এমন কোনো কাজ পাওয়া যাবে না, যেখানে তড়িৎ প্রকৌশলীর প্রয়োজন নেই। সাধারণ বিদ্যুৎ, গ্যাস বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে টেলিকমিউনিকেশন বা কম্পিউটার ফার্ম—দেশে-বিদেশে কোথায় নেই দক্ষ তড়িৎ প্রকৌশলীর চাহিদা। বিদেশি কোম্পানিগুলোর কথা যদি বাদও দেওয়া হয়, শুধু বাংলাদেশেরই একটি টেলিকম কোম্পানিতে পাঁচ হাজারেরও বেশি প্রকৌশলী কর্মরত আছেন। অনেকে তড়িৎ প্রকৌশলী হওয়ার পর প্রোগ্রামার বা কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করে থাকেন বিভিন্ন বড় বড় কোম্পানিতে। মূল কথা, তড়িৎ প্রকৌশলের আলোচনা ও পড়ালেখার ক্ষেত্র বিস্তৃত হওয়ায় কাজের ক্ষেত্রটিও তাই বেশ বিশাল। তাই দেশে বা বিদেশে সবখানেই একজন দক্ষ তড়িৎ প্রকৌশলী চাকরিক্ষেত্রে অত্যন্ত চাহিদাসম্পন্ন ব্যক্তি।

কোথায় পড়ব
অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রিপল-ই পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ইত্যাদি।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়: www.ewubd.edu
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ: www.aiub.edu
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: www.aust.edu
ব্র্যাক বিশ্ববিদ্যালয়: www.bracuniversity.ac.bd
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ: www.iub.edu.bd
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং: www.ustc.edu.bd
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়: www.northsouth.edu
এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়: www.uap-bd.edu
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: www.iub.edu.bd
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়: www.daffodilvarsity.edu.bd

সূত্র : প্রথম আলোfavicon59

Sharing is caring!

Leave a Comment