গার্মেন্টস শিল্পে ক্যারিয়ার গড়ুন

গার্মেন্টস শিল্পে ক্যারিয়ার গড়ুন

  • রবিউল কমল

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আজকাল সাধারণ শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছেন না তরুণ-তরুণীরা। কেননা চাকরি পেতে অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি থাকতে হয় বাস্তবভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ। ক্যারিয়ার গঠনে এমন একটি কোর্স হলো: গার্মেন্ট বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং।

ক্যারিয়ার : শুধু দেশে নয়, বর্তমানে বিশ্ববাজারে পোশাক শিল্পের চাহিদার কারণে অন্য সব পেশার চেয়ে এ পেশায় চাকরি পাওয়াটা বেশ সহজ। এ পেশায় দক্ষ জনবলের চাহিদা থাকায় এ দেশে গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান।

শেখানোর বিষয় : পেশাকশিল্পের পেশা সম্পূর্ণ টেকনিক্যাল ওয়ার্ক, তাই এ ক্ষেত্রে প্রশিণ ছাড়া চাকরি পাওয়া কঠিন। গার্মেন্ট, বায়িং হাউজ, মার্চেন্ডাইজিং পেশা সংশ্লিষ্ট সব কিছুই শেখানো হয় এ কোর্সে। কোর্সের শেখানো বিষয়গুলো হচ্ছে- এক্সপোর্ট, ইমপোর্ট, বায়িং পলিসি, ইন্ডেন্টিং, ব্যাংক, কাস্টমস, ডিইডিও, ইপিবি, বিজিএমআই, শিপিং, এলসি, ডকুমেন্টেশন, করস্পন্ডেন্স, জিএসপি, কোটা, গার্মেন্ট প্রোডাকশন (ওভেন, নিট, সোয়েটার), কোয়ালিটি কন্ট্রোলিং ফ্রেবিকস, অ্যাক্সেসরিস, টেক্সাইল, ল্যাব টেস্ট, কস্টিং মার্চেন্ডাইজিং প্রোডাকশন প্ল্যানিং, মার্কেটিং ও ই-মেইল, ইন্টারনেট।

চাকরির সুযোগ : এ দেশের প্রায় ১০ হাজার গার্মেন্ট ফ্যাক্টরিতে প্রায় ৫০ লাখ লোক চাকরি করছেন। এ ছাড়া রয়েছে বায়িং হাউজ, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউজ। মার্চেন্ডাইজিংয়ে প্রশিণপ্রাপ্তরা উল্লিখিত প্রতিষ্ঠানে নিচের পদে চাকরি পেয়ে থাকেন। যেমন- জেনারেল ম্যানেজার, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন ম্যানেজার, ফোর ইনচার্জ, কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি কো-অর্ডিনেট, কোয়ালিটি ইন্সপেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, কমার্শিয়াল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, সুপারভাইজার, প্রোডাকশন কো-অর্ডিনেটর প্রভৃতি। বেতনভাতা : প্রশাসনিক পর্যায়ে নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। নিয়োগপ্রাপ্তরা দক্ষতার ভিত্তিতে দ্রুত পদোন্নতির সুযোগ পেয়ে থাকেন।

যোগাযোগ : ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, বাড়ি- ২/বি, রোড-১২, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা- ১২০৯।  favicon59

Sharing is caring!

Leave a Comment