সফল ব্যক্তিদের মতো চিন্তা করুন

সফল ব্যক্তিদের মতো চিন্তা করুন

  • ক্যারিয়ার ডেস্ক :

সফল ব্যক্তিরা যেসব শব্দ ব্যবহার করে সেগুলো জানুন এবং শিখুন। আপনার পেশায় যারা যুক্ত এবং ভালো কোম্পানি কিংবা সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখুন। নতুন কলাকৌশল ও আইডিয়া শিখে নিন। অন্য যারা সাফল্য লাভে আগ্রহী, তাদের সঙ্গে কথা বলুন। ইতিবাচক ভাবনা-চিন্তার আদান-প্রদান করুন। আপনার পেশার বাইরে যারা একই ধরনের অথচ একটু ভিন্নধর্মী ব্যবসা পরিচালনা কিংবা সংগঠনের কাজ করে যাচ্ছে, এমন অন্তত একটি দলের সঙ্গে যোগাযোগ রাখুন। সফলদের নতুন ধ্যান-ধারণা সম্পর্কে খোঁজ-খবর রাখুন। নতুন আইডিয়াকে কখনও হারিয়ে যেতে দেবেন না। প্রতিদিন শত শত আইডিয়া যত্নের অভাবে দ্রুত হারিয়ে যাচ্ছে কারণ ওগুলো কাগজে-কলমে লিখে রাখা হয় না।

সূত্র : যুগান্তর

Sharing is caring!

Leave a Comment