পড়ার বিষয় এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন

পড়ার বিষয় এক্সটেরিয়র ইন্টেরিয়র ডিজাইন

  • ক্যারিয়ার ডেস্ক : 

মানুষের আবাসন চাহিদা মেটানোর লক্ষ্যে বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর জন্য বিবিধ পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আর্কিটেকরা কাজ করে থাকেন। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে অপার সম্ভাবনাময় এ ক্ষেত্রটি প্রসারিত হচ্ছে। প্রথমদিকে হাতেগোনা কিছু কোম্পানি ঢাকাকেন্দ্রিক বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচারাল বিষয়টি অন্তর্ভুক্ত করলেও বর্তমানে ঢাকা ও এর বাইরের বড় শহরগুলোতেও বিল্ডিং এবং অন্যান্য অবকাঠামো তৈরির ক্ষেত্রে আর্কিটেকচারাল ডিজাইনের সহায়তা নিতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক মাত্রা ছাড়িয়ে ক্রেতার সংস্থাপন সংক্রান্ত বিভিন্ন চাহিদা, দুর্যোগ মোকাবেলায় ভবনের দৃঢ়তা, দীর্ঘস্থায়িত্ব, দর্শনীয় নান্দনিকতা প্রভৃতি বিষয় দ্রুত প্রসারমান আর্কিটেক্ট ক্ষেত্রটিকে বিজ্ঞানসম্মতভাবে পূরণ করার ওপর জোর দেওয়া হচ্ছে। স্বল্প সম্পদ ও পরিমিত আবাসযোগ্য জমির বিপরীতে এ দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলাতে সফলভাবে পরিকল্পনা মাফিক নগরায়ন ও স্যাটেলাইট সিটি স্থাপন একজন সফল আর্কিটেক্ট কিংবা আর্কিটেকচারাল কোম্পানিগুলোর সামনে এক বড় চ্যালেঞ্জ।

বিল্ডিং ডিজাইন, স্থায়িত্ব, শৈল্পিক এবং নান্দনিক করার ক্ষেত্রে ক্রেতামুখী ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে এ ক্ষেত্রটির উদ্যোক্তারা আর্কিটেক্ট বিষয়ের ওপর প্রাতিষ্ঠানিক, তত্ত্বীয় ও ব্যবহারিক পড়াশোনা জানা লোকবলের ব্যাপক প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। বাংলাদেশের বহু আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম রয়েছে, যাতে কাজ করার মতো বিষয়ভিত্তিক পর্যাপ্ত লোকবলের অভাব রয়েছে।

এক্সটেরিয়র-ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এক্স-ইন। এ প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ লেভেল বা এইচএসসির যে কোনো একটি করা থাকলেই যে কোনো বয়সী লোক এখন এ কোর্সে ভর্তি হতে পারেন। এক বছর মেয়াদি এ প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইন কোর্সে গ্রাফিক্স ডিজাইন, ফাইন আর্টস, হিউম্যান ফ্রাক্টারস, বিল্ডিং টেকনোলজি, ফার্নিচার ড্রইং এবং ইন্টেরিয়র ডিজাইনের প্রতিটি বিভাগের ওপর লেকচারের পাশাপাশি প্রজেক্ট মডেল, কম্পিউটার অ্যাডেড ডিজাইন, প্রফেশনাল অ্যাপ্রেন্টিসশিপ, ভাইভা এবং ক্যাম্পাস ইন্টারভিউর ব্যবস্থা আছে। এ ছাড়া প্লাম্বিং, ইলেক্ট্রিক্যাল, এয়ারকন্ডিশনিং, হিউম্যান রিসোর্স, ল্যান্ডস্কেপিং, সফট ফাননিসিং, ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ের ওপর বিশেষ গেস্ট লেকচার এবং সাইট ভিজিট বাধ্যতামূলক।

যোগাযোগ :: এক্সটেরিয়র-ইন্টেরিয়র প্রাইভেট লি., বাড়ি নং ৩৮/এ (দ্বিতীয় তলা), সড়ক নং ৯/এ, ধানমণ্ডি, ঢাকা। ফোন: ০১৭১৫১০২৩৮৩। favicon59

Sharing is caring!

Leave a Comment