ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি

ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি

  • ক্যারিয়ার ডেস্ক :

বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন দেশে এমন অনেক পেশা রয়েছে যেগুলোতে শিক্ষাজীবন শেষ করার আগেই কর্মের প্রস্তাব আসে। তেমনই একটি ক্ষেত্র হচ্ছে মেডিকেল টেকনোলজি। চিকিত্সা সেবায় পেশা গড়া অন্য যেকোনো পেশার চেয়ে অধিক সম্মানজনক। চিকিত্সা সেবায় মূলত ডাক্তারদের প্রাধান্য দেওয়া হয়; কিন্তু একটি হাসপাতাল বা ক্লিনিক শুধু ডাক্তার দ্বারা পরিচালিত হতে পারে না। প্রত্যেকটি বিভাগে ডাক্তারদের সহকারী প্রয়োজন হয়। সেই সঙ্গে নার্সিং, প্যাথলজি, ফিজিওথেরাপী, রেডিওলজি, ল্যাবরেটরী, ফার্মেসী প্রভৃতি বিভাগে প্রয়োজন হয় দক্ষ কর্মীর। এসব দক্ষ কর্মীরাই মেডিকেল এ্যাসিসটেন্ট ও মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে পরিচিত।

মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ও বিএসসি পর্যায়ে রয়েছে যথাক্রমে ৪ ও ৫ বছরের উচ্চতর শিক্ষা; বিএসসি ইন ফিজিওথেরাপী, বিএসসি-ইন হেল্থ টেকনোলজি ডেন্টাল এবং বিএসসি ইন হেল্থ টেকনোলজি ল্যাবরেটরি কোর্স। এ ছাড়া ডিপ্লোমা ইন ল্যাবরেটরী টেকনোলজি, ডেন্টাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ফার্মেসী, রেডিওলজি প্রভৃতি বিষয়েও পড়ার সুযোগ রয়েছে। যা ঢাকা ইউনিভার্সিটি অধিভুক্ত এবং মিনিস্ট্রি অব হেল্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত।

এসব কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করতে পারলে আকর্ষণীয় চাকুরী তথা সম্মানি ও সম্মান দুই-ই পাওয়া যায়। এ ছাড়াও রয়েছে মিনিস্ট্রি অব হেল্থ ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল এ্যাসিসট্যান্ট কোর্স। এই কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করে সহকারী বা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। বর্তমানে দেশের আধুনিক হসিপটাল ও ক্লিনিকগুলোতে মেডিকেল এ্যাসিসটেন্ট ও টেকনোলজিস্টদের আকর্ষণীয় সম্মানীর পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল এ্যাসিসটেন্ট হিসেবে ভবিষ্যত্ গড়তে এই বিষয়ে ডিপ্লোমা, বিএসসি কোর্স সম্পন্ন করতে হবে। এ বিষয়ে বিএসসি করলে পদমর্যাদা বৃদ্ধি পাবে। শিক্ষানবিশ কালেও এ শিক্ষায় রয়েছে ইন্টার্নশিপের সুযোগ।

পড়াশোনাঃ মেডিকেল টেকনোলজি ও এ্যাসিসটেন্ট বিষয়ে পড়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। ২০০৮ সালের আগে মেডিকেল টেকনোলজির কোনো বিষয়ে স্নাতক পর্যায়ে পড়ার সুযোগ ছিল না। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি পর্যায়ে ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি, মহাখালি, নিটোর (পঙ্গু হাসপাতাল) এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান স্নাতক কোর্স করাচ্ছে। যেমন- ড্যাফোডিল পলিটেকনিক ইসষ্টিটিউট,সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, স্টেট কলেজ অব হেল্থ সায়েন্স, পিপলস কলেজ প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে ৩ বছর ও ৪ বছর মেয়াদি ডিপ্লোমা এবং ৩ মাস, ৬ মাস ও ১ বছর মেয়াদি শর্ট কোর্সে ভর্তি হতে পারেন। তবে বিএসসি পড়তে চাইলে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে জীব বিজ্ঞানসহ এস এসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ ৬ থাকতে হবে।

আবার ডিপ্লোমা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে। যে প্রতিষ্ঠানে ভর্তি হবেন তার অনুমোদন, পূর্বের সাফল্য, ব্যয়, পড়াশোনার পদ্ধতি, পরিবেশ সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়ে সরাসরি পরিদর্শন করে তারপর ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করুন।

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন : ড্যাফোডিল পলিটেকনিক ইনষ্টিটিউট, বাড়ি নং-২/বি, রোড-১২, ধানমন্ডি, মিরপুর রোড, ঢাকা-১২০৯, ০১৭১৩৪৯৩২৪৬। favicon59

Sharing is caring!

Leave a Comment