সিএসই পড়ুন, যুগোপযোগী ক্যারিয়ার গড়ুন
- ক্যারিয়ার ডেস্ক
তথ্য প্রযুক্তির এ যুগে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) জনপ্রিয় বিষয়। আজকাল অনেকেই উচ্চশিক্ষায় বেছে নিচ্ছে সিএসই। এ বিষয় পড়াশোনায় শিক্ষার্থীরা সর্বত্রই প্রযুক্তির ছোঁয়ায় থাকে বলে শিক্ষাকে শুধু পড়াশোনার চাপ হিসেবে না নিয়ে আনন্দ ও বিনোদনের অংশ খুঁজে পায়। অন্যদিকে গড়ে উঠতে থাকে চাকরির ক্যারিয়ারও। দিন দিন এ কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চাহিদা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের অনেক সিএসই ইঞ্জিনিয়ারই বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে চাকরি করছে। তবে শুধু চাকরিই নয়, যারা নয়টা-পাঁচটা অফিস করতে চান না তাদের জন্য রয়েছে ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করে আয়ের সুযোগ। সিএসই বিষয়টি প্রধান কর্মক্ষেত্র হচ্ছে শিক্ষকতা, গবেষণা, প্রোগ্রামিং। এসব সেক্টরের পাশাপাশি সুযোগ থাকছে ব্যাংক, কর্পোরেট হাউস, মিডিয়াসহ প্রায় সব জায়গায়। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ তৈরিতে সবচেয়ে বড় সহযোগী হতে পারে দেশের সিএসই পড়ুয়া শিক্ষার্থীরা।
কম্পিউটার সায়েন্সের কর্মক্ষেত্র ও ক্যারিয়ার সম্পর্কে বিশদভাবে ধারণা পেতে যোগাযোগ করা হয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক শাইলা রহমানের সঙ্গে। তিনি বলেন, সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশও তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তাই ক্যারিয়ার গড়ার জন্য কম্পিউটার সায়েন্স বিষয়টি বেশ ভালো সিদ্ধান্ত হতে পারে। তিনি আরও বলেন, এ বিষয়ে ক্যারিয়ার গড়তে হলে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি প্রায়োগিক বিষয়েও ভালো ধারণা থাকতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখন অত্যাধুনিক কম্পিউটার রয়েছে; দ্রুতগতির ইন্টারনেট এছাড়াও রয়েছে নানাবিধ সুযোগ-সুবিধা। এর ফলে শিক্ষার্থীরা খুব সহজেই পাচ্ছে পড়াশোনার প্রয়োজনীয় সব তথ্য।