অনলাইনে প্রশিক্ষণ নিন বাংলায়

অনলাইনে প্রশিক্ষণ নিন বাংলায়

  • ক্যারিয়ার ডেস্ক

চাইলে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে নানা বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যায়। তবে মাতৃভাষা বাংলায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ কম। এর মধ্যে অন্তত চারটি সাইট রয়েছে যারা বিনামূল্যে বাংলায় প্রশিক্ষণ দিয়ে থাকে।


কোডার্সট্রাস্ট
অনলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে কোডার্সট্রাস্ট। আগামী এক বছরে ১০ হাজার ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে মূলত তারা কাজ করছে। ঘরে বসে কীভাবে সবাই ফ্রিল্যান্সিং শিখতে পারে সে বিষয়ে নানা কোর্স চালু করেছে প্রতিষ্ঠানটি। কোডার্স ট্রাস্ট ২০১৪ সালে যাত্রা শুরু করে। তরুণদের উপযুক্ত প্রশিক্ষণের পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজের সুযোগ তৈরি করছে তারা। শুধু দেশেই নয়, বিশ্বের আরও ৫টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর চাহিদার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি বিভিন্ন কোর্স ডিজাইন করে। যেন শিক্ষার্থীরা কোর্সের মধ্যেই কাজ পায়। বর্তমানে প্রযুক্তি বিশ্বে আপনাকে জানান দিতে এবং দক্ষ করে তুলতে বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইনিং, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এসইও এবং এসএমএস। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজের ক্ষেত্রে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি-টেকনিক্যাল স্কিল। এর অর্থ_ আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান যেমন ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের ওপর ভালোভাবে দক্ষ হতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সফটস্কিল। এর অর্থ, যোগাযোগ এবং নিজেকে উপস্থাপনের পদ্ধতি। এ প্রতিষ্ঠানটি দুই বিষয়েই প্রশিক্ষণ প্রদান করে থাকে। শিক্ষার্থীদের অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। যার ফলে দেশের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। বিস্তারিত জানতে : coderstrustbd.com।

ইশিখন
ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে ইশিখন ডটকম নামের একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। ঢাকার ফ্রিল্যান্সিং বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেবেন। ফ্রিল্যান্সিং-বিষয়ক যেসব কোর্স করতে ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত কোর্স ফি প্রয়োজন হয়, তা বিনা মূল্যে করাচ্ছে তারা। তাদের কোর্সের মেয়াদকাল ৩ থেকে ৫ মাস। অনলাইন প্রশিক্ষণে লেকচারের পাশাপাশি নানা পদ্ধতিতে কাজ শেখানো হয় যা ফ্রিল্যান্সিং করতে কাজে লাগবে। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, অ্যাপ ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, এসইও, ডেটা এন্ট্রির মতো যে কোনো একটি কোর্স ফি ছাড়াই করা যাবে। তবে এর জন্য অনলাইনে ৬০ নম্বরের একটি কম্পিউটার বেসিক ও ইংরেজি পরীক্ষায় পাস করতে হবে। পাস নম্বর ৩০। তবে ৪০ এর ওপরে নম্বর পেলেই শুধু বিনা মূল্যের কোর্সের জন্য আবেদন করা যাবে। যারা পাস করবে তাদের আবেদন ফরম পূরণের জন্য ৩৫০ টাকা লাগবে। এ ছাড়া আর কোনো খরচ নেই। আবেদনের পর আবেদনকারীদের ইমেইলে ক্লাসে অংশ নেওয়ার পদ্ধতিসহ প্রয়োজনীয় তথ্য পাবেন। প্রথম ধাপে তাদের আবেদনের শেষ তারিখ ২৪ অক্টোবর। ওয়েব ঠিকানা : eshikhon.com/free-course/|।

খান একাডেমি
বিশ্বজুড়ে সমাদৃত অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম খান একাডেমি। এ বছরই এর বাংলা সংস্করণও উন্মোচন হয়েছে। সবার জন্য যে কোনো স্থানে বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালে খান একাডেমি প্রতিষ্ঠিত হয়। এটা করেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও শিক্ষাবিদ সালমান খান। এই একাডেমিটি মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সব বয়সের শিক্ষার্থীদের জন্য অনুশীলনী এবং বিভিন্ন কোর্স রয়েছে। যা সম্পূর্ণ বিনামূল্যে। খান একাডেমিতে রয়েছে নিয়মিত চর্চার অনুশীলনী, নির্দেশনামূলক ভিডিও, ড্যাশবোর্ড বিশ্লেষণ ও শিক্ষা উপকরণ। যার মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ও এর বাইরে নিজেদের মতো করে অধ্যয়নের সুযোগ পাবে। যারা মূলত কম্পিউটার কোডিং বা এ ধরনের বিষয় শিখতে চায়, তারা প্রাথমিক অবস্থান তাদের কোর্স গ্রহণ করতে পারে। এখানে শেখানো হয়_ জাভাস্ক্রিপ্ট পরিচিতি, এইচটিএমএল বা সিএসএস পরিচিতি, এসকিউএল পরিচিতি, জাভাস্ক্রিপ্ট: গেম এবং ভিজুয়ালাইজেশন, জাভাস্ক্রিপ্ট: প্রাকৃতিক সিমুলেশন, এইচটিএমএল/সেএস: ইন্টার অ্যাক্টিভ ওয়েবপেজ তৈরি, এইচটিএমএল/জেএস: জেকুয়েরির মাধ্যমে ওয়েবসাইটকে ইন্টার অ্যাক্টিভ করা এবং পেশাদারের সঙ্গে পরিচিতি। এ ছাড়াও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এবং কোডিং শেখানো হয়। ঠিকানা : bn.khanacademy.org

শিখবে সবাই
ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে ‘শিখবে সবাই’। এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অনলাইনে দক্ষতা অর্জন করতে পারবেন। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। দক্ষ মেনটরের মাধ্যমে তাদের প্রতিটি কোর্স পরিচালিত হয়। বিশেষ সুবিধাগুলোর মধ্যে থাকছে ২৪ ঘণ্টা অনলাইন সেবা, ফ্রিল্যান্সিং সাপোর্ট, ইংলিশ কমিউনিকেশন, সফটস্কিল সাপোর্ট, সম্পূর্ণ মার্কেটপ্লেস ওরিয়েন্টেড প্রজেক্ট বেজড লার্নিং ও দক্ষ প্রশিক্ষক। দুই ধরনের কোর্স অফার করে প্রতিষ্ঠানটি_ একটি অনলাইন অন্যটি অফলাইন। অফলাইন কোর্সের মধ্যে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস ফর অল, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়েব রিসার্স এবং ডাটা এন্ট্রি। অন্যদিকে অনলাইন কোর্সের মধ্যে রয়েছে_ গ্রাফিক্স ডিজাইন, রেসপনসিভ ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস এবং গ্রাফিক-ওয়েব ডিজাইন কম্বো। ওয়েবসাইট :www.shikhbeshobai.com|

তালহা ট্রেনিং
ভার্চুয়ালপ্রেমী এডুকেশনাল নেটওয়ার্ক চালু করেছে তালহা ট্রেনিং। তারা শুধু কোনো কোর্স অফারের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা প্রশিক্ষক এবং শিক্ষার্থী সবাইকে একই ছাতার নিচে নিয়ে এসেছে। যেখানে থাকছে ঘরে বসেই একজন শিক্ষক ছাত্রদের ক্লাস, রেজাল্ট গ্রেডিং, শিক্ষক ব্যবস্থাপনা, লাইব্রেরি শেয়ারিং এবং থাকছে হরেক রকমের পেইড এবং ফ্রি কোর্সের সমারোহ। ব্যবহারকারী এবং প্রশিক্ষক দুটো পক্ষকেই তাদের নলেজ শেয়ারে সুযোগ দেবে। এতে করে ব্যবহারকারীরা তাদের পছন্দমতো কোর্সটি করার সুযোগ পাবেন। পুরোপুরি ভিন্ন আদলে তৈরি করা হয়েছে তালহা ভার্চুয়াল ট্রেনিং। এখানে একজন ইউজার খুব সহজেই বিনামূল্যে কোর্স করতে পারবেন। ব্যবহারকারী এবং শিক্ষকের মধ্যে রাখছে চ্যাটিং সুবিধা। ফলে ব্যবহারকারী তার শিক্ষকদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারবে। এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন ই-লাইব্রেরি, টিটি লিঙ্ক, টিটি প্রোফাইল, টিটি শিক্ষাগত নেটওয়ার্ক, টিটি মেসেজ সিস্টেমসহ অনেক কিছু। যার মধ্যে রয়েছে ই-লাইব্রেরি, টিটি লিঙ্ক, টিটি প্রোফাইল, টিটি শিক্ষাগত নেটওয়ার্ক, টিটি মেসেজ সিস্টেম ডিজিটাল সার্টিফিকেটের ব্যবস্থা, ব্যবহারকারী এবং শিক্ষকের মধ্যে চ্যাটিং সুবিধা, ছাত্রদের ক্লাস, রেজাল্ট গ্রেডিং, শিক্ষক ব্যবস্থাপনা, লাইব্রেরি শেয়ারিং, করপোরেট ট্রেনিং, কোম্পানি ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, কর্মী নিয়োগ, অভিজ্ঞ কর্মী যাচাই, নলেজ শেয়ারিং। তাদের কোর্সগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপিং, সফটওয়ার ডেভেলপমেন্ট, পিএসইপি বেসিক, পিএইচপি সার্টিফিকেশন, আউটসোর্সিং ট্রেনিং, এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিংসহ অনেক কোর্স। ঠিকানা :talhatraining.comfavicon59-4

Sharing is caring!

Leave a Comment