সাংবাদিকতায় অনলাইন সার্টিফিকেট কোর্স চালু

সাংবাদিকতায় অনলাইন সার্টিফিকেট কোর্স চালু

  • ক্যারিয়ার ডেস্ক 

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর যৌথ উদ্যোগে পিআইবি অডিটোরিয়ামে অনলাইনে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের লক্ষ্যে ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ এর উদ্বোধন করা হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইন ভিত্তিক এই কোর্সের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতির ধারাকে গণমাধ্যমের ক্ষেত্রেও বজায় রাখতে অনলাইনে সাংবাদিকতা শেখার এ সুযোগ চালু হয়েছে।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এটুআই ও পিআইবি’র কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment