স্বল্প খরচে জাপান যাওয়ার সুযোগ!

স্বল্প খরচে জাপান যাওয়ার সুযোগ!

  • এবি রাফি

আপনারা যারা ওয়ার্ক পারমিট অথবা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে জাপান যেতে অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর !

জাপানে কর্মী নিয়োগের সূচকে বাংলাদেশ এখন ৯তম স্থানে অবস্থান করেছেন। বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি নিতে দুই দেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তির শর্ত অনুযায়ী শুধু দক্ষ কর্মীরাই জাপান যেতে পারবেন। এর জন্য জাপানি ভাষা জানা থাকাও বাধ্যতামূলক।

সরকার অনুমোদিত এবং ড্যাফোডিল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল রিক্রুটিং এজেন্সি প্রথমবারের মতো বাংলাদেশে ক্যারিয়ার ইন এক্সপো আয়োজন করে। ইতিমধ্যে প্রথম স্বাক্ষাৎকার শেষ হয়েছে। যাদের এন-৪ পাশ আছে, তারা গ্লোবাল রিক্রুটমেন্ট এজেন্সিতে যোগাযোগ কতরতে পারেন অথবা সিভি পাঠান info@globalrecruit.info এই ইমেইলে। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: +8802 8156524, 0181-458868, 01847140110

টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে কাজের ক্ষেত্র বা ধরন

১. রেস্টুরেন্ট বিজনেস, ২. শীপ বিল্ডিং অ্যান্ড মেরিন ইন্ডাষ্ট্রিজ, ৩. একোমোডেশন বিজনেস, ৪. এগ্রিকালচার ফিল্ড ৫. অটোমোটিভ মেইনটেনেন্স ৬. বিল্ডিং ক্লিনিক ফিল্ড ৭.এভিয়েশান ফিল্ড ৮. কনস্ট্রাকশন ফিল্ড ৯. ইলেক্টিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইনফরমেশান রিলেটেড ইন্ড্রাস্টিজ ১০. ফুড অ্যান্ড ড্রিংক ম্যানুফ্যাকচারিং ইন্ডাষ্ট্রিজ, ১১. ফিশারি ইন্ডাষ্ট্রিজ, ১২। ইন্ডাষ্ট্রিয়াল মেশিনারি ম্যানুফেকচারিং ফিল্ড ১৩. নার্সিং কেয়ার ফিল্ড, ১৪. র-মেটেরিয়াল ইন্ডাষ্ট্রি ফিল্ড।

ভিসার মেয়াদ ৫ বছর।

 যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

✍️ এইস এস সি / এ লেভেল / ডিপ্লোমা পাশ

✍️ জাপানিজ ভাষা এন ৪ পাশ

✍️ পাসপোর্ট

✍️ ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র

Sharing is caring!

1 Comment on this Post

  1. Md Shakhwat Hossen Sojol

    I am interest to go japan .

    Reply

Leave a Comment