কারিগরি শিক্ষা অধিদপ্তর নেবে ৭৬ জন

কারিগরি শিক্ষা অধিদপ্তর নেবে ৭৬ জন

  • ক্যারিয়ার ডেস্ক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৬টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭৬ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান-৪টি।

 শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে স্নাতক বা সমমান ডিগ্রি।

 বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

 পদের নাম: প্রধান সহকারী-৪টি।

 শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি।

 বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: হিসাবরক্ষক-৪টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: স্টোরকিপার-৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান ডিগ্রি।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাশিয়ার-৩টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক বা সমমান ডিগ্রি।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ইলেকট্রিশিয়ান-৪টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক (ভোক) বা সমমানসহ ট্রেড সার্টিফিকেট।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৬টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ক্যাটালগার-৩টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানসহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: পিএবিএক্স-৩টি।

শিক্ষাগত যোগ্যতা: রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেডে উচ্চমাধ্যমিক (ভোক) পাস।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট (সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স)-৬টি।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক (ভোক) পাস।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট (প্রকৌশল)-১৬টি।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক (ভোক) পাস।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট-২টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা এইচএসসি (ভোক) পাস।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পদার্থ ও রসায়ন)-৬টি।

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা এইচএসসি (ভোক) পাস।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: ক্যাশ সরকার-২টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান।

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম: বার্তাবাহক-৩টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক-৬টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমান।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়

আগামী ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরি আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছর ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এসব পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dteeng.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Sharing is caring!

Leave a Comment