ড্যাফোডিলে ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী অনুষ্ঠিত

ড্যাফোডিলে ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী অনুষ্ঠিত

  • ক্যারিয়ার ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিকন টেকনোলজিস এবং ‘স্কিল ডট জবস্’-এর যৌথ আয়োজনে আজ বুধবার (২৭ জুন) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যাঙ্কুয়েট হলে ‘স্পট রিক্রুটমেন্ট’ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার। কর্মসূচীতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিজিকন টেকনোলজিসের সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) ইলমা সুলতানা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, ডিজিকন টেকনোলজিসের নির্বাহী কর্মকর্তা (মানবসম্পদ) পিয়াস পাল ও নির্বাহী কর্মকর্তা (মানবসম্পদ) নাজিমুজ্জামান চৌধুরী। এছাড়াও সেমিনারে ডিজিকন টেকনোলজিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিজিকন টেকনোলজিসের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে কর্মী নিয়োগের উদ্দেশ্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে আগ্রহী শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেন এবং সেমিনার শেষে প্রাথমিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরবর্তীতে চূড়ান্ত মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানাবে ডিজিকন টেকনোলজিস এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়োগ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার বলেন, কর্মজীবনে রাতারাতি সফল হওয়ার কোনো সুযোগ নেই। ছোট অবস্থান থেকেই কর্মজীবন শুরু করতে হয় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চপদে অধিষ্ঠিত হতে হয়। এজন্য শিক্ষার্থীদেরকে ছাত্রজীবন থেকেই চাকরির প্রয়োজনীয় দক্ষতা অর্জনের আহ্বান জানান অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার।

অধ্যাপক ড. এস এম মাহবুব-উল-হক মজুমদার আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদেরকে শুধু সার্টিফিকেট প্রদান করেনা বরং তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলে। এই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন শিক্ষার্থীকে স্নাতক সম্পন্ন করার পর একদিনও বেকার থাকতে না হয়।

অনুষ্ঠানে ডিজিকন টেকনোলজিসের সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) ইলমা সুলতানা বলেন, ডিজিকন বর্তমানে দেশের ৯টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের কাস্টমার সেবা প্রদান করে থাকে ডিজিকন। বলার অপেক্ষা রাখে না, এটি একটি বৃহৎ কর্মযজ্ঞ। এজন্য প্রচুর লোকবলের প্রয়োজন। ডিজিকন তাই নিয়মিতভাবে কর্মী নিয়োগ করছে। তিনি বলেন, মেধাবী মানবসম্পদ নিয়োগের উদ্দেশ্যে তারা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এই স্পট রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছেন।

ইলমা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কাস্টমার সার্ভিস একটি সম্ভাবনাময় খাত। দিন দিন এই খাত বিস্তৃত হচ্ছে। এখানে ক্যারিয়ার সম্ভাবনা প্রচুর। ধৈর্য্য, পরিশ্রম ও একাগ্রতা থাকলে কাস্টমার সার্ভিস পেশায় দ্রুত উন্নতি করা সম্ভব।

Sharing is caring!

Leave a Comment