ঘর সাজানোর পেশা

ঘর সাজানোর পেশা

  • ক্যারিয়ার ডেস্ক

বর্তমান চাকরির বাজারে ক্যারিয়ার বিবেচনায় এগিয়ে কর্মমুখী শিক্ষা। ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইনসহ কর্মমুখী নানা বিষয়ে কোর্স সম্পন্নের মাধ্যমে শিক্ষার্থীরা গড়ছেন উজ্জ্বল ক্যারিয়ার। আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনে ইন্টেরিয়র ডিজাইনারদের এবং সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ। এ ছাড়া ফ্যাশন ডিজাইন বা অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয়েও সুযোগ রয়েছে ক্যারিয়ার গড়ার।

রাজধানীর ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমন বিভিন্ন সৃষ্টিশীল বিষয়ে চার বছর মেয়াদি বিএসসি অনার্স কোর্স পড়ার সুযোগ। এসব কোর্সে বর্তমানে অনলাইনে ভর্তি চলছে। এ ছাড়াও এখানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রোগ্রাম কোর্স করার সুযোগ। ০১৭৬২৩৭৫২৯৯, ০১৯২১৬৬৮৯৯৯ নম্বরে ফোন করে এনআইডি’র পড়ালেখা এবং অন্যান্য তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাবে।

বিএসসি অনার্স ও প্রোগ্রাম কোর্স

ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং অ্যান্ড টেকনোলজি (এমটি)—এসব বিষয়ে অনার্স করার সুযোগ রয়েছে এনআইডিতে। জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যাল্যায়েন্স বিভাগের মাধ্যমে ১ বছর ও ৬ মাস মেয়াদি ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম কোর্স সার্টিফিকেট দিয়ে থাকে এনআইডি।

কেন পড়বেন

আধুনিক স্থাপনার অভ্যন্তরীণ সৌন্দর্যবর্ধনে প্রধান ভূমিকা রাখছেন ইন্টেরিয়র ডিজাইনাররা। অফিস কিংবা বাসার অন্দরসজ্জার ব্যাপারে সবারই আগ্রহ দিন দিন বাড়ছে। ইন্টেরিয়র ডিজাইনারদের কর্মক্ষেত্রের সুযোগ এখন আগের তুলনায় অনেক বেশি। এ ছাড়া সৃষ্টিশীল বিষয় নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে গ্রাফিক্স ডিজাইনে কোর্স সম্পন্ন করা প্রার্থীদের চাকরির সুযোগ। অন্যদিকে টেক্সটাইল/গার্মেন্ট শিল্পেও যোগ্যতাসম্পন্ন শিক্ষিত প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। তাই এসব বিষয়ে রয়েছে ক্যারিয়ার গড়ার সুযোগ।

সূত্র: ইত্তেফাক।favicon59

Sharing is caring!

Leave a Comment