আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে ডিপ্লোমা

আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশনে ডিপ্লোমা

  • ক্যাম্পাস ডেস্ক 

কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরি মেলে, কারিগরি শিক্ষা নিলে বদলে যাবে আপনার দিন_ এমন স্লোগান নিয়ে আমাদের দেশে দেরিতে হলেও কারিগরি শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তেমনি একটি কোর্স হচ্ছে ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। কোর্সটি করাচ্ছে দীপ্তি। প্রতি বছর চার সেশনে [মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর] এবং তিনটি শিফটে [সকাল, বিকেল, সান্ধ্যকালীন] এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোয় ভর্তি নেওয়া হয়। এই কোর্স ছাড়াও অন্য কোর্সগুলো হলো_ ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফ/এক্স এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন। বর্তমানে এ দেশ থেকে সম্প্রচারিত টিভি চ্যানেলের সংখ্যা ২৫-৩০টি এবং নতুন অনুমোদন পেয়েছে আরও ১১টি, এর সঙ্গে প্রায় ৬০০টি রিয়েল এস্টেট কোম্পানিসহ ঢাকা ও বড় শহরগুলোয় রয়েছে অসংখ্য মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস। এসব টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রয়োজন রয়েছে আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, অ্যানিমেশন ও ইন্টেরিয়র ডিজাইন জানা দক্ষ জনবলের। তাই মাল্টিমিডিয়া ও ভিজুয়াল অ্যানিমেশন সেক্টরের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারণে কর্মোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রফেশনাল তৈরি করার লক্ষ্যেই দীপ্তি প্রণয়ন করেছে প্রফেশনাল কোর্সগুলো।

এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রোমিডিয়া ফ্লাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস এপ্লিকেশনের ওপর সার্টিফিকেট কোর্স। ওই কোর্সগুলো সম্পূর্ণ ব্যবহারিক ক্লাসভিত্তিক, যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। কোর্সগুলোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, কোর্স শেষে বাধ্যতামূলক রিয়েললাইফ প্রজেক্ট ওয়ার্ক ও ১-৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ, যা একজন শিক্ষার্থীকে হাতে-কলমে কাজ শিখতে সাহায্য করে। নিয়মিত থিওরি ক্লাসের সঙ্গে পর্যাপ্ত প্রাকটিক্যাল ক্লাস ও কঠোরভাবে মান নিয়ন্ত্রণের কারণে এখান থেকে পাস করা ছাত্রছাত্রীদের কর্মজীবনে সফলতার হার শতভাগ। এ ছাড়াও রয়েছে নিজস্ব জব পোর্টালের মাধ্যমে চাকরির সহায়তা। এ সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে_ ০১৭১৩-৪৯৩২৩৩ বা ০১৭১৩-৪৯৩২৬৭ নম্বরে।favicon59

Sharing is caring!

Leave a Comment