দুয়ারে প্রিলিমিনারি

দুয়ারে প্রিলিমিনারি

  • ক্যারিয়ার ডেস্ক

দুয়ারে কড়া নাড়ছে ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এই শেষ মূহুর্তের প্রস্তুতি সম্পর্কে পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন ৩৪তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী শাহ মোহাম্মদ সজিব


আমার জীবনের সবচেয়ে আনন্দের ক্ষণটি ছিল ২০১৫ সালের ২৯ আগস্ট রাত সাড়ে ১০টা। কারণ, এ সময় আমার বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। আমি মূলত পঞ্চম শ্রেণি থেকেই বিসিএসের স্বপ্ন দেখতাম। আমার মামা ছিলেন ম্যাজিস্ট্রেট আর বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। তারা চাইতেন, আমিও যেন তাদের মতো হই। ছোটবেলা থেকেই পাঠ্যবইয়ে মনোযোগী ছিলাম। আর বিসিএসের চূড়ান্ত প্রস্তুতি শুরু করি অনার্স তৃতীয় বর্ষ থেকে।

যারা ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাচ্ছেন, তারা, সময় নষ্ট করবেন না।বরং রুটিন মাফিক বিষয়ভিত্তিক নিয়মিত ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনা করুন। মাত্র এক মাসের জন্য সামাজিক, পারিবারিকসহ অন্যান্য কাজ থেকে নিজেকে সরিয়ে রাখুন। অনেকের মধ্যে একটি ধারণা প্রায়ই দেখা যায়, যে বিষয়ে কম পারে, সে বিষয় কম পড়ে। এ ধরনের অভ্যাস বদলে নিন। কারণ বিসিএস দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষা। সব বিষয়কে সমান গুরুত্ব দিন।

প্রতিদিন যে কোনো একটি জাতীয় পত্রিকার চারটি পাতা মনোযোগ সহকারে পড়ূন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোর নোট করে রাখুন। চারটি পাতা হলো_ জাতীয়, আন্তর্জাতিক, শিল্প ও বাণিজ্য এবং বিজ্ঞান পাতা। আর কারেন্ট অ্যাফেয়ার্স ও বিশ্বের মানচিত্রও সঙ্গে রাখবেন। যত বেশি সম্ভব ইতিহাস পড়তে হবে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান পাঠ্যবই এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন ম্যাগাজিন বেশি উপযোগী। ইংরেজির ক্ষেত্রে ভোকাভোলারি আয়ত্ত করতে হবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি সিলেবাসের ইংরেজি বইগুলোও দেখতে পারেন। বাংলার ক্ষেত্রে নামকরা কবি-সাহিত্যিকদের জীবনী ও তাদের রচনাগুলোর ইতিবৃত্ত বারবার পড়তে হবে। বাংলার জন্য শুধু সিলেবাসের বই পড়াই যথেষ্ট। গণিত ও মানসিক দক্ষতার জন্য মনোযোগী হতে হবে। গণিতের জন্য অষ্টম থেকে দশম শ্রেণির গণিত বই আয়ত্তে আনতে হবে।

পড়ার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকতা বজায় রাখা উচিত। আর পরীক্ষার আগে নতুন বিষয় পড়ার চেষ্টা না করাই ভালো। তাছাড়া এখন তথ্যপ্রযুক্তি ও মিডিয়ার যুগ; তাই সার্বক্ষণিক এর সঙ্গে লেগে থাকতে হবে, জানতে হবে সর্বশেষ আপডেট!

সূত্র: সমকাল।favicon59

Sharing is caring!

Leave a Comment