বিজনেস ম্যানেজমেন্টে ভর্তির সুযোগ

বিজনেস ম্যানেজমেন্টে ভর্তির সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক কিংবা অন্য যেকোনো কারণেই একজন শিক্ষার্থীর একটি পরীক্ষার ফলাফল ভালো নাও হতে পারে। এরকম কোনো কারণেই দেখা গেল একজন পরীক্ষার্থী এসএসসিতে খারাপ ফল করেছে। ফলাফল খারাপের এই সময়টাতে তার সবচেয়ে বেশি প্রয়োজন চারপাশের মানুষদের পাশে পাওয়া। মানসিকভাবে সবাই যদি তাকে সর্বোচ্চ সমর্থন প্রদান করে, তাহলে এই পরিস্থিতি থেকে সে বের হয়ে আসতে পারবে। অন্যাথায় তার জন্য এই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন। আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিক। কেউ একজন ফলাফল খারাপ করলে তার এগিয়ে যাওয়ার রাস্তা যেন বন্ধ করে দেওয়া হয়। চারপাশ থেকে চাপে থাকা এই শিক্ষার্থীদের জিপিএ ভালো না হওয়ায় আমাদের দেশের প্রেক্ষিতে তার উচ্চশিক্ষার অনেক সুযোগই সে আর লাভ করে না। এসএসসিতে খারাপ করা এমন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড চালু করেছে নতুন এক পাঠ্যক্রম, যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এমনই একটি শিক্ষাক্রম হলো এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট)।
 

  • এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) কী?

এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) শিক্ষাক্রমটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাধারণ এইচএসসি’র সমতুল্য একটি শিক্ষাক্রম। সাধারণ এইচএসসি’র সাথে এই শিক্ষাব্যবস্থা বা মানের কোনো পার্থক্য নেই। এটি ব্যবসায় ব্যবস্থাপনার উপরে প্রণীত শিক্ষাক্রম। এই কোর্স সম্পন্ন করে বিবিএ/কম্পিউটার বিষয়ে অনার্স/মাস্টার্স ডিগ্রি অর্জনকারীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ অত্যন্ত বেশি। কারণ এই শিক্ষাক্রমটি অনেক বেশি কর্মমুখী ও যুগোপযোগী।

  • শিক্ষাক্রমের বিবরণ ও সুবিধা

এই কোর্সের মেয়াদ ২ বছর। ১ বছর অন্তর ২টি সেমিস্টারে বিভক্ত কোর্সটি। বাণিজ্য বিভাগের সকল বিষয়ের পাশাপাশি বেসিক কম্পিউটার ও কম্পিউটার প্রোগ্রামিং বিষয় শিক্ষা দেওয়া হয় এই কোর্সে। শিক্ষাক্রম শেষে শিক্ষার্থীদের বাধ্যতামূলক বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এই শিক্ষাক্রম ব্যবসায় ব্যবস্থাপনার উপর জোর দেওয়ায় বর্তমানে প্রচলিত শিক্ষা ধারার সাথে অত্যন্ত মানানসই। ফলে কর্মক্ষেত্রে প্রবেশ করাও সুবিধাজনক। ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে ফোন করে এই শিক্ষাক্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। এই বিষয়টি পড়ানো হয় দিপ্তী বিজনেস ম্যানেজমেন্ট কলেজে। চলতি সেশনে ভর্তি চলছে। ভর্তির জন্য রয়েছে বিশেষ ছাড়।

  • ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী 

যেকোনো সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হতে পারবে এই কোর্সে। কলেজ অফিস থেকে ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এসএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও এর ফটোকপি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। বোর্ড কর্তৃক নির্ধারিত সীমিত আসনে ভর্তি করা হয় এই বিষয়ে।

যোগাযোগ : ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা। favicon59

Sharing is caring!

Leave a Comment