তরুণরা জানুক ৭ সূত্র

তরুণরা জানুক ৭ সূত্র

  • ক্যারিয়ার ডেস্ক

১. জীবন সম্পর্কে জানা
তরুণ বয়সে আমরা অনেকেই ভুলে যাই জীবনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। বাজে কাজে নষ্ট করি মূল্যবান সময়। ফলে সময় চলে গেলে হা-হুতাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তরুণ বয়সেই খেয়াল রাখতে হবে জীবন ক্ষণস্থায়ী। তাই কাজগুলো খুব দ্রুত শেষ করতে হবে।

২. বিতর্ক এড়িয়ে চলতে হবে
অনেকের সঙ্গে মতের মিল নাও হতে পারে এই বয়সে। তাই বলে নিজের মত প্রতিষ্ঠা করার জন্য বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। যদি সম্ভব হয় যুক্তি দিয়ে বুঝিয়ে বলতে হবে। সাধারণ কথা নিয়ে অনর্থক বিতর্ক অনেক সম্পর্ককে নষ্ট করে দিতে পারে-খেয়াল রাখতে হবে এ বিষয়টা।

৩. ভালোবাসতে হবে নিজেকে
নিজের যা আছে তা নিয়ে সুখী হতে হবে এবং সেই সঙ্গে ভালোবাসতে হবে নিজেকে। নিজেকে ভালো না বাসলে কর্মস্পৃহা থাকে না এবং আত্মবিশ্বাস হারিয়ে যায়। তাই নিজেকে ভালোবেসে পূর্ণ উদ্যমে কাজ করে যেতে হবে।

৪. সময়ের সদ্ব্যবহার করতে হবে
সময়ের সদ্ব্যবহার করা শিখতে হবে তরুণ বয়স থেকেই। সময়ের কাজ সময়ে করার অভ্যাস গড়ে তোলার সময় তরুণ বয়সেই। এই অভ্যাস আপনাকে সারাজীবন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে।

৫. নিজের মতকে গুরুত্ব দিন
তরুণ বয়সে আশপাশের সবাই আপনাকে বিভিন্ন ধরনের মতামত দেবে। জীবন পরিচালনার বিভিন্ন পথ দেখাবে আপনাকে সবাই। সবার মতামত গুরুত্বের সঙ্গে শুনবেন এবং যেটা আপনার জন্য ভালো গ্রহণ করবেন সেটাই। তবে সবকিছুর মধ্যে নিজের মতকে গুরুত্ব দিতে ভুলবেন না।

৬. বিফলতা মেনে নিন
সফলতাকে আনন্দের সঙ্গে গ্রহণ করার পাশাপাশি বিফলতাকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে- জীবনে সর্বক্ষেত্রেই সফলতা আসবে এমন কোনো কথা নেই। বিফলতাও জীবনের অনুষঙ্গ। তাই সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

৭. সুযোগ গ্রহণে বিচক্ষণ হতে হবে
জীবনে অনেক সময় এমন সুযোগ আসে যেগুলো গ্রহণ করার সিদ্ধান্ত নিতে নিতে হারিয়ে যায় সে সুযোগ। আর বেশিরভাগ সুযোগই আসে তরুণ বয়সে। তাই সুযোগ এলেই বিচক্ষণতার সঙ্গে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করতে হবে এবং সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

সূত্র: সমকালfavicon59

Sharing is caring!

Leave a Comment