ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসী হতে

ইন্টারভিউ বোর্ডে আত্মবিশ্বাসী হতে

  • ক্যারিয়ার ডেস্ক

চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অনেকেই নিজেকে ঠিকমতো উপস্থাপন করতে পারেন না। কেউ ভয় পেয়ে যান। কেউবা তাড়াহুড়ো করতে গিয়ে হাতের জরুরি কাগজগুলোই ফেলে দেন! সবচেয়ে খারাপ ব্যাপার হলো, যে প্রতিষ্ঠানে সাক্ষাত্‍কার দিতে যাচ্ছেন, তাদের কাজকর্ম সম্পর্কে কোনো ধারণা না নিয়েই যাওয়া! 


চাকরির বাজার নাকি ভীষণ খারাপ – বর্তমান সময়ে এ কথাটি প্রচলিত খুব। চাকরির বাজার যেমনই হোক না কেন, অনেকে নিজের কারণেই চাকরি পাওয়ার আগেই তা খুইয়ে বসেন! সব কিছু সামলে নিজেকে যোগ্য হিসেবে উপস্থাপন করতে পারলে তবেই না মিলবে চাকরি!

সাক্ষাত্‍কার বা ইন্টারভিউ বোর্ডে নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে উপস্থাপন করার জন্য রইলো কিছু টিপস-

  • নির্ধারিত সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করুন। দেরিতে পৌঁছালে প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাবার সম্ভাবনা থাকে।
  • প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিয়ে যান, যাতে দরকারের সময় সবার সামনে এলোপাথারি হাতড়াতে না হয়।
  • যে পোশাকই পরুন না কেন, তা যেন হয় মার্জিত। ফর্মাল পোশাকে গেলে ভালো হয়। চড়া রঙের পোশাক পরে ইন্টারভিউ দিতে যাবেন না। উগ্র সাজগোজও করবেন না।
  • যে প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেটা সম্পর্কে যতটা সম্ভব জেনে যান। যে পদের জন্য আবেদন করেছেন, সেটার কাজ সম্পর্কেও জেনে তারপর যান। এতে প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে।
  • সাক্ষাত্‍কারের কক্ষে প্রবেশের সময় অবশ্যই অনুমতি নিন।
  • কক্ষে প্রবেশ করার পর সবাইকে সালাম দিন বা সম্ভাষণ জানান।
  • যারা ইন্টারভিউ নেবেন তাঁদের সাথে তো বটেই, ঐ প্রতিষ্ঠানের সবার সাথে ভালো ব্যবহার করুন। কারণ ইন্টারভিউ শুধু মিটিং রুমের মধ্যে সীমাবদ্ধ থাকে না, যে কোনো কর্মীর কাছ থেকে প্রার্থী সম্পর্কে মতামত নেওয়া হতে পারে।
  • কারো সঙ্গে রূঢ় আচরণ করে ফেললে সাথে সাথে ক্ষমা চেয়ে নিন।
  • প্রশ্নকর্তার দিকে সোজা তাকিয়ে কথা বলুন। উসখুস করবেন না।
  • ভালো করে প্রতিটা প্রশ্ন শুনুন। না বুঝতে পারলে নার্ভাস না হয়ে আবার জিজ্ঞেস করুন।
  • প্রশ্নের উত্তর না জানা থাকলে তা সরাসরি জানিয়ে দিন, আমতা আমতা করবেন না বা তোতলাবেন না। বানিয়ে বানিয়ে ভুল উত্তর দেবেন না।
  • প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই জেনে নিন। আপনার করা প্রশ্ন দিয়েও আপনাকে মূল্যায়ন করবেন তাঁরা।
  • দেরি হলে কোনোরকম বিরক্তি বা উত্‍কণ্ঠা প্রকাশ করবেন না।
  • নিজেকে অতিরিক্তভাবে জাহির করবেন। যা জিজ্ঞেস করা হবে শুধু তারই উত্তর দিন।
  • ইন্টারভিউ বোর্ডের কেউ পূর্বপরিচিত থাকলে তা সবার সামনে না প্রকাশ করাই ভালো।
  • প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। ভয় পেলে সেটা প্রকাশ করবেন না। এতে আপনার সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মাতে পারে।
  • বেতন বা অন্য বিষয়ে দর কষাকষি, তর্কাতর্কি করবেন না।
  • লক্ষ্য রাখুন যে, আপনার সিভিতে লেখা তথ্যের সাথে যেন আপনার কথার গড়মিল না হয়।
  • যদি চাকরি করতে না চান বা কোনো শর্ত যদি পছন্দ না হয় তাহলে তা ভণিতা না করে সরাসরি জানিয়ে দিন।
  • ইন্টারভিউয়ের শেষে সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাবেন। favicon59

Sharing is caring!

Leave a Comment