উচ্চশিক্ষার নতুন বিষয় ‘ফায়ার সেইফটি’
- ক্যারিয়ার ডেস্ক
অগ্নি নিরাপত্তা (ফায়ার সেইফটি) বিষয়ে পড়ালেখার সুযোগ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় খুব একটা নেই। অথচ বড় বড় অফিস, শপিং মল ও গার্মেন্টস ভবনের নকশা করার ক্ষেত্রে এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেশে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনার পর অনেকেই এখন সচেতন হতে শুরু করেছেন। ভবন নির্মাণের ক্ষেত্রে অগ্নি নিরাপত্তার দিকটি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। চাহিদা বুঝে এ সুযোগটাই লুফে নিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আবদুর রশিদ। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে যন্ত্রকৌশল বিষয়ে স্নাতক শেষ করেই তিনি পড়ালেখার ইতি টানেননি। অনলাইনে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার টেকনোলজি থেকে অগ্নি নিরাপত্তা বিষয়ে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট’ কোর্স করেছেন। পেয়েছেন সনদও।
বর্তমানে মোহাম্মদ আবদুর রশিদ কাজ করছেন অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। স্থাপনার অগ্নি নিরাপত্তাসহ কাঠামোগত নানা বিষয়ের গুণগত মান নিশ্চিত করা এই প্রতিষ্ঠানের কাজ। আবদুর রশিদ বলছিলেন, ‘আমাদের দেশে বেশির ভাগ সময় অনেক টাকা ব্যয় করে বিদেশি প্রতিষ্ঠান ও কর্মীদের দিয়ে ভবনের অগ্নি নিরাপত্তার দিকটি নিশ্চিত করা হয়। ভাবলাম, কাজের যেহেতু একটা বড় ক্ষেত্র আছে, এটা নিয়েই পড়ব। সনদ পাওয়ার পর এখন অনেক প্রতিষ্ঠানই আমার সঙ্গে যোগাযোগ করছে। কাজও পাচ্ছি।’ জানালেন, কোর্স শেষ দেশে বসেই তিনি অনলাইনে পরীক্ষা দিয়েছেন। একটি নির্দিষ্ট ফি জমা দিয়ে তবেই পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মূল সনদ।
প্রকৌশল বিষয়ের যেকোনো শিক্ষার্থীই অনলাইনের মাধ্যমে এই ‘সার্টিফিকেট ট্রেনিং’য়ে অংশ নিতে পারেন। বাংলাদেশে বেসরকারিভাবে কিছু প্রতিষ্ঠানে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোয় যদি পড়ার সুযোগ তৈরি হয়, তাহলে আরও অনেক তরুণ এ ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন বলে আবদুর রশিদ মনে করেন।