বিশ্বব্যাপী ক্যারিয়ার

বিশ্বব্যাপী ক্যারিয়ার

  • ক্যারিয়ার ডেস্ক

গত কয়েক বছরে আমাদের দেশে বস্ত্রশিল্পের সাথে সংশ্লিষ্ট প্রচুর কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যে কারণে এই খাতে দক্ষ জনবলের প্রচুর চাহিদা রয়েছে, যা আমাদের দেশে তরুণদের জন্য আদর্শ একটি সুযোগ হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু এই খাত মূলতই ব্যবহারিক কাজনির্ভর। ফলে এই খাতে ভালো ক্যারিয়ার গড়ে তুলতে প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণকে বলা হয়ে থাকে ‘প্রফেশনাল ট্রেনিং’। ক্যারিয়ার গঠনে এমনই একটি প্রশিক্ষণের নাম গার্মেন্টস বায়িং অ্যান্ড মার্চেন্ডাইজিং। আমাদের দেশে এই খাতে যেমন দক্ষ জনবলের চাহিদা রয়েছে, তেমনি এই বিষয়ে দেশের বাইরেও ভালো ক্যারিয়ার তৈরি করার সম্ভাবনা রয়েছে প্রচুর।

ক্যারিয়ারের সম্ভাবনা বিশ্বব্যাপী
শুধু দেশে নয়, বর্তমান বিশ্ববাজারে পোশাক শিল্পের বিপুল চাহিদার কারণে অন্যসব পেশার চেয়ে এ পেশায় চাকরি পাওয়া কিছুটা সহজ। বিভিন্ন দেশে এ পেশাদারদের কর্মসংস্থান সুবিধা রয়েছে।

কেন শিখবেন, কী শিখবেন
চাকরির নিয়োগের ক্ষেত্রে সাধারণতই বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন কর্মীর চাহিদা সবসময় বেশি থাকে। তাই এই খাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকলে চাকরি পাওয়া কঠিন। আর এসব প্রশিক্ষণে গার্মেন্ট, বায়িং হাউজ ও মার্চেন্ডাইজিং পেশার সাথে সংশ্লিষ্ট সবকিছুই শেখানো হয় এই বিষয়ের বিভিন্ন কোর্সে।

কোথায় নিবেন প্রশিক্ষণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) ফ্যাশন এবং মার্চেন্ডাইজিংয়ে উচ্চতর ডিগ্রি প্রদানের জন্য অনার্স, এমবিএসহ বিভিন্ন মেয়াদি সাটিফিকেট ও ডিপ্লোমা কোর্স চালু করেছে। এখানে দরিদ্র, মেধাবী, মুক্তিযোদ্ধা, খেলোয়াড়, প্রতিবন্ধী কোটায় রয়েছে স্কলারশিপের সুযোগ। ০১৭১৩১১৬৩১৩, ০১৬৭৮৬৬৬৬২৩ নম্বরে ফোন করে এনআইএফটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন।

কোথায় কী ধরনের চাকরি পাবেন
বাংলাদেশে প্রায় দশ হাজারেরও বেশি গার্মেন্ট ফ্যাক্টরি রয়েছে। এ ছাড়াও রয়েছে বায়িং হাউজ, স্যুয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান ও ফ্যাশন ডিজাইন হাউজ। এসব প্রতিষ্ঠানে চাকরির সুযোগ উন্মুক্ত হবে এই কোর্সগুলো সফলভাবে সম্পন্ন করতে পারলে।

সূত্র: ইত্তেফাকfavicon59

Sharing is caring!

Leave a Comment