এই ৭ উপায়ে যে কোন বিদেশি ভাষা মাত্র ৭ দিনে শিখুন!

এই ৭ উপায়ে যে কোন বিদেশি ভাষা মাত্র ৭ দিনে শিখুন!

  • ক্যারিয়ার ডেস্ক 

মাত্র ৭ দিনেই শিখে নিন যে কোন ভাষা। কোন বুজরুকি নয়, নিপাট পরিশ্রম, একনিষ্ঠতা আর ইন্টারনেটের সুবিধা। এই তিনের মেলবন্ধনে পুরোপুরি আয়ত্তে চলে আসবে ফরাসি বা জার্মান। শুধু কথার কথা নয়, এটাকে কাজে করে দেখিয়েছেন যমজ দুই ভাই। ম্যাথু ও মাইকেল ইয়োলডেন এক সপ্তাহে শিখে ফেলেছেন তুর্কি ভাষা। খুব সহজ ৭ উপায়ে এই অসাধ্য সাধন করে ফেলেছেন তারা। রোজকার রুটিনে ৮ ঘণ্টা করে সময় দিয়েছেন ম্যাথু ও মাইকেল। ফলও পেয়েছেন হাতেনাতে।


লক্ষ্যর করুন : প্রথমেই একটা লক্ষ্য স্থির করুন। আপনি ঠিক কী ভাষা শিখতে চান তা ঠিক করে, ছকে ফেলুন কীভাবে এই টার্গেট পূরণের দিকে এগিযে যাবেন স্থি। ম্যাথু ও মাইকেল ঠিক করলেন তুরস্কের ভাষা শিখবেন।

স্টিকারে মন দিন : যে ভাষাটি শিখবেন বলে ঠিক করেছেন, একেবারে শুরু থেকেই সেটিকে আপনার জগত্‍‌ করে ফেলুন। প্রাত্যহিক জীবনে প্রতিটি ক্ষেত্রে সেই ভাষাকে জড়িয়ে ফেলুন। যমজ দুই ভাই তাদের ঘরের প্রতিটি দেওয়াল ও আসবাবপত্রে শুরুতেই স্টিকার লাগিয়ে ফেলেন। বিভিন্ন শব্দ বা ছবির পাশে তুর্কি প্রতিশব্দ লিখে টাঙিয়ে দেন চারপাশে। এর ফলে চা-কফি খেতে খেতেও শব্দগুলি আপনার চোখে পড়বে ও একে একে মনের মধ্যে গেঁথে যাবে।

সঙ্গীর সহযোগিতা : আপনার মতোই সেই ভাষাটি শিখতে চাইছে, এমন কারও সঙ্গ পেলে আপনার বিশেষ সুবিধা হবে। পারস্পরিক সহযোগিতার হোক বা প্রতিযোগিতার মানসিকতা, যেকোনভাবে সঙ্গী আপনার ভাষা শিক্ষায় বিশেষভাবে কাজে আসতে পারে। ম্যাথু ও মাইকেলের ক্ষেত্রেও খুব কার্যকরী হয়ে ওঠে তাদের পারস্পরিক সান্নিধ্য। দু’জনে একে-অপরের ভুল শুধরে দিয়ে, একে-অপরের মধ্যে জ্ঞান আদান-প্রদান করে তারা ক্রমেই সমৃদ্ধ হতে থাকে।

ছোট ছোট চ্যালেঞ্জ নিন : নিজের টার্গেট পূরণের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত বা মোটিভেশন খুব জরুরি। ছোট ছোট চ্যালেঞ্জ গ্রহণ করেও এটা করা যেতে পারে। যমজ দুই ভাইও গোটা সপ্তাহ ধরে প্রচুর ছোট ছোট চ্যালেঞ্জ নেন। প্রথম দিন একজন তুর্কী বন্ধুকে বাড়িতে ডেকে তার ভাষাতেই তাকে আপ্যায়ণের চেষ্টা করেন তারা। এরপর একে একে ফল ও সংখ্যার তুর্কি প্রতিশব্দ শিখে তুরস্কের বাজারে গিয়ে কেনাকাটা করার চেষ্টা করেন।

ভাষাটাকে গিলে ফেলুন : জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে ফেলুন ভাষাটিকে। খাওয়া-দাওয়া, গান শোনা সবসময় ভাষাটা নিয়ে চর্চা করুন। এককথায় গিলে ফেলুন ভাষাটিকে।

অনুশীলন : যা যা শিখছেন, সেগুলো বারবার ব্যবহার করার চেষ্টা করুন। আপনি যে বাষাটি জানেন, সবসময় তার সঙ্গে তুলনা করুন নতুন শেখা ভাষাটির। ম্যাথু ও মাইকেলেরও এই উপায় অবলম্বন করে বিশেষ সুফল পেয়েছেন।

শেখার ক্ষেত্রে নতুনত্ব আনুন : আপনি যা শিখছেন, নিত্য নতুন উপায়ে তা ব্যবহার করার চেষ্টা করুন। যমজ দুই ভাই কম্পিউটারে, অ্যাপে বা বই পড়ে ভাষাটি শেখার পাশাপাশি তুর্কি রেডিয়ো স্টেশন, তুর্কি ভাষায় খেলার ধারাভাষ্য, এগুলো নিয়েও ঘাঁটাঘাঁটি করতেন। এর ফলে ভাষার রকমারি ব্যবহার তাদের বোধগম্য হতে শুরু করে। কোন ভাষা শেখার বিশেষ কোন পদ্ধতি নেই। কোন শিক্ষকও আপনাকে কোন ভাষা গুলে খাইয়ে দিতে পারবেন না।


কোন বিদেশি ভাষা জানা, বলা, পড়া ও লেখার জন্য চাই একাগ্রতা ও অনুশীলন। আর যান্ত্রিক সহযোগিতা পেতে অবশ্যই ইন্টারনেটের সুবিধা নিন। প্রায় প্রত্যেকের কাছে এটি সহজলভ্য হলেও, আমাদের বেশিরভাগই বিনোদনের জন্য ইন্টারনেটের ব্যবহার করে থাকেন। এর শিক্ষণীয় দিকটিও যে অপরিসীম, সেদিকে নজর দেন না। 

Sharing is caring!

Leave a Comment