স্বপ্নের শুরু ইন্টার্নশিপে

স্বপ্নের শুরু ইন্টার্নশিপে

  • ক্যারিয়ার ডেস্ক 

ক্যারিয়ারে স্বপ্নবীজ বপন করা হয় ইন্টার্নশিপের মাধ্যমে। এতে গ্র্যাজুয়েশন ও পোস্টগ্র্যাজুয়েশনের মেজর বিষয়গুলোর প্র্যাকটিক্যাল প্রতিফলন ঘটে। তাই ইন্টার্নশিপকে ছোট করে দেখার সুযোগ নেই। এ বিষয়টি মাথায় রাখলে, যে প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন, সেটাই হতে পারে আপনার চাকরির ক্ষেত্র। তাই ইন্টার্নশিপে নামার আগে পছন্দের কোম্পানি ঠিক করে নিজের প্রতি একটা চ্যালেঞ্জ নিয়ে নামুন।


  • উদ্দেশ্যের খোলা প্রান্তর
ইন্টার্নশিপ শুরুর আগে মাথায় রাখতে হবে, কোন ক্ষেত্রে আপনি দক্ষতা অর্জন করতে চান, নতুন কী আয়ত্ত করতে চান এবং কীভাবে নেটওয়ার্ক তৈরি করতে চান। তবে এমন কিছু আশা করবেন না, যা অর্জন করা অসম্ভব। তা ছাড়া জানেনই তো, ইন্টার্নশিপ নির্দিষ্ট একজনের অধীনে বা তত্ত্বাবধানে করতে হয়। সেই তত্ত্বাবধায়ক বা সুপারভাইজারের সঙ্গে ভালো একটা সম্পর্ক রাখতে হবে। যে কোনো আইডিয়া সম্পর্কে এই সুপারভাইজারের সঙ্গে আলোচনা করুন। এতে আপনার সঙ্গে তার শুধু ভালো সম্পর্কই তৈরি হবে না, বরং অনেক বেশি শিখতেও পারবেন।
  • ইতিবাচক মনোভাব

সব ধরনের প্রতিষ্ঠানই ইন্টার্নশিপের জন্য নির্দিষ্ট কিছু কাজ রাখে। তারা শিক্ষানবিশদের দিয়ে কিছু বাড়তি কাজ করিয়ে নেয়। এগুলো সুকৌশলে পালন করা শিক্ষানবিশদের কর্তব্য। এতে বিরক্ত না হয়ে শেখার মানসিকতায় এগিয়ে যান। এ ক্ষেত্রে অভিযোগ, অভদ্র আচরণ, দেরিতে অফিসে আসা, অন্যদের আগে অফিস ত্যাগ করা, ডেটলাইন মিস করা ও অফিস পলিসি না মানা কিন্তু নিজের জন্যই ক্ষতিকর। তাই এসব এড়িয়ে চলুন।

  • প্রশ্নের পিঠে স্বপ্ন

ইন্টার্নশিপ কিন্তু লার্নিং প্রসেস। প্রতিষ্ঠানের কর্ণধার বা উচ্চপদস্থ কর্মকর্তা যে ধরনের কাজ আপনার কাছ থেকে আশা করছেন, সে বিষয়ে আপনার কোনো ধারণা না থাকা স্বাভাবিক। ফলে কাজটা ভালো করে বুঝে নিন। আর এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিঃসংকোচে উপস্থাপন করুন। একবার না পারলে বারবার চেষ্টায়ও সফল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখানে আপনি অভিজ্ঞতা নিতেই এসেছেন। যে অভিজ্ঞতা আপনার জীবনবৃত্তান্ত এবং ক্যারিয়ার পোর্টফোলিওতে উল্লেখ করতে পারবেন। ইন্টার্নশিপ সত্যিই ক্যারিয়ারের বড় ধরনের একটি অভিজ্ঞতা। নতুন পরিবেশে নিজেকে কাজের জন্য উপযুক্ত করে তোলার প্রাথমিক পর্যায়ে একটু বেগ পেতে হয়। এসব প্রতিকূলতা ঠেলে দিতে পারেন প্রশ্নের মুখোমুখি হয়ে। তবে অতিরিক্ত বা অবান্তর প্রশ্ন করতে যাবেন না। আপনার প্রশ্নগুলো হোক কাজ সম্পর্কিত।

  • শেয়ারিং

ইন্টার্নশিপ মূলত একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট, সুপারভাইজার ও শিক্ষানবিশদের চক্রে আবদ্ধ। কিন্তু আপনি তাতে আবদ্ধ না থেকে প্রতিষ্ঠানের সব মিটিং, ওয়ার্কশপ, কনফারেন্স, ইভেন্টে নিয়মিত অংশ নিন। এতে প্রতিষ্ঠানের খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। অন্য ডিপার্টমেন্টের কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং প্রতিষ্ঠানের সোশ্যাল ইভেন্টে অংশগ্রহণ করুন। আর সব জায়গায় নিজের আইডিয়া শেয়ার করুন। যত বেশি অন্যদের সঙ্গে আইডিয়া শেয়ার করবেন, ততই শিখতে পারবেন।

  • বাড়তি উদ্যোগ

প্রতিষ্ঠান সেই কর্মীকে পছন্দ করে, যে বা যারা যে কোনো অবস্থায় কার্যকর উদ্যোগ নিতে সক্ষম। তাই আপনাকেও প্রমাণ করতে হবে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারেন। শুধু কাজের মাধ্যমে নয়, বাড়তি উদ্যোগ নিয়েও এ পথ পরিষ্কার করতে হবে।

  • দিকনির্দেশক

মেন্টর হচ্ছে এমন ব্যক্তি, যিনি তার অধীন কর্মীদের সুযোগ-সুবিধা সম্পর্কে জানাবেন। এই মেন্টরই বুঝবেন কর্মীদের চাহিদা এবং সে অনুযায়ী দিকনির্দেশনা দেবেন সঠিক সময়ে সঠিক কাজটি করার। অফিস পলিটিক্স হতে আপনাকে মুক্ত রাখতে মেন্টর কাজ করবেন। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে আসল মেন্টর। ইন্টার্নশিপের জন্য সুপারভাইজারই হতে পারে আপনার মেন্টর বা সঠিক দিকনির্দেশক।

  • যোগাযোগ ক্ষমতা

চাকরি খোঁজার সবচেয়ে বড় রাস্তা হলো যোগাযোগ। যার যোগাযোগ ক্ষমতা যত বেশি, তার চাকরিও মেলে তত দ্রুত। তাই ইন্টার্নশিপের সময় সুপারভাইজারসহ সবার সঙ্গেই ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাছাড়া ইন্টার্নশিপে আপনাকে প্রচুর শিখতে হবে। এখানকার অভিজ্ঞতাও আপনার চাকরির জন্য বাড়তি সুবিধা প্রদান করবে। তবে শেখার সঙ্গে সঙ্গে ইন্টার্নশিপের সময়টা উপভোগ করার চেষ্টা করুন। এতে আপনার শিক্ষা প্রক্রিয়া সহজ হয়ে উঠবে। মনে রাখবেন, এ সময়টা কিন্তু ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ!


কোনো কোম্পানিতে স্থায়ীভাবে নিয়োগের সময় যারা ইন্টার্নশিপে অংশ নেয়, তাদের মধ্যে যারা চাকরির সুযোগ পায় তারা সত্যিকার অর্থে কোম্পানির ভালো-মন্দ নতুনদের চেয়ে বেশি বোঝে। যারা পুরোপুরি রিত্রুক্রটমেন্ট প্রসেসের মাধ্যমে চাকরি পায়, তাদের চেয়ে ইন্টার্নশিপ প্রোগ্রামের শিক্ষানবিশরা অনেক বেশি এগিয়ে থাকে কাজ-কর্মে এবং প্রতিষ্ঠানের নিয়ম-কানুন পালনে। মনে রাখবেন, আপনার ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে; পাশাপাশি আপনিও।  favicon59

Sharing is caring!

Leave a Comment