নতুন কিছু শিখি

নতুন কিছু শিখি

  • ক্যারিয়ার ডেস্ক

নতুন কিছু শেখার কি বাঁধাধরা বয়স আছে? ‘বয়স হয়তো বাধা নয়, তবে সময়?’ উল্টো প্রশ্ন ছোড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্রী নওরিন প্রমা। তাই সময়ের সদ্ব্যবহার করতেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এই শিক্ষার্থীর মতো হালের তরুণেরা শিখছেন নানা কিছু। প্রমা নওরিনের কথা ধরা যাক, তিনি এরই মধ্যে ইংরেজি, গ্রিক, ফরাসি ভাষা রপ্ত করেছেন। এখন মনোযোগ দিয়েছেন জার্মান ভাষায়! ভাষাপ্রীতির কারণ? প্রমা বলেন, ‘একটা ভাষা শেখা মানে সেই জাতিকে সহজে খুব ভালোভাবে চেনা যায়, তাই শিখছি।’

এমন গল্প শুধু প্রমার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আকিব মো. সাতিল শিখেছেন গ্রাফিকস ডিজাইন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রোকনুজ্জামান শিখছেন গান, রাজধানীর হলিক্রস কলেজের সামিয়া শারমিন চর্চা করেন নাচ, আবৃত্তি ও অভিনয়ের।

নতুন কিছু শেখায় যুক্ত তরুণদের উদাহরণের যেন অভাব নেই। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) রোকনুজ্জামান শিখছেন ভিডিও সম্পাদনা। তাঁর কথা, ‘পড়াশোনা ও বিতর্কচর্চার পাশাপাশি আমি যেহেতু প্রমাণ্যচিত্র বানাই, তাই নিজের কাজ সহজ করতেই ভিডিও সম্পাদনার কাজ শিখছি।’

আবার আলোকচিত্রী হতে আলো-ছায়ার প্রশিক্ষণ নিচ্ছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মীর ময়নুল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তন্ময় আবিরের মতো অনেকে। মীর ময়নুল বললেন, ‘মানুষের জীবনের ঘটনাগুলো ক্যামেরায় ধরে রাখতে ভালো লাগে, তেমনি প্রতিদিনের সমস্যাগুলোও তুলে ধরতে পারি। এই ভালো লাগা থেকেই নিয়মিত ছবি তোলা শিখছি।’

শুধু আলোকচিত্রী নয়, এই শিক্ষার্থীদের দলেই রয়েছেন ফখরুল ইসলামের মতো বাদ্যযন্ত্রপ্রেমীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফখরুল এখন শিখছেন গিটারে সুর তোলা। তিনি বলেন, ছোটবেলা থেকে শখ ছিল গিটার শেখার। তাই এখন সময় করে শিখছি। শেখার তালিকা থেকে বাদ যাচ্ছে না পিয়ানো, বেহালাও।

এমন আরও কয়েকজন তরুণের দেখা মিলল সেদিন রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে। তাঁদের কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেউ আবার সেই পর্ব পেরিয়ে শুরু করেছেন চাকরি বা ব্যবসা। তবে যে যা-ই করুন না কেন, এখানে ছুটে আসেন নতুন কিছু শেখার জন্য। তাঁরা সবাই কেন্দ্রের ‘আলোর ইশকুল’ কর্মসূচির সদস্য। কেন্দ্রের উন্মুক্ত ক্যাফেটেরিয়ায় বসে কথা হচ্ছিল সেই দলেরই জাহিদুল ইসলামের সঙ্গে। তিনি বললেন, এখানে সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, চলচ্চিত্র থেকে শুরু করে ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে জানা যায়। আর শেখার সেই আগ্রহ থেকেই সময় করে এখানে ভর্তি হয়েছেন তাঁরা। ক্লাস করেন নিয়মিত।

শুধু কি তাই, এখনকার তরুণেরা ইউটিউব দেখে নিজের মতো করে রান্নাও শিখছেন।

শখের বিষয় শেখার জন্য কোনো বাধা থাকতে পারে না, তারই উদাহরণ যেন এই তরুণেরা। তাঁরা যেমন পড়াশোনাতে এগিয়ে, তেমনি পিছিয়ে নেই নিজের শখ পূরণে।

সূত্র: প্রথম আলোfavicon59

Sharing is caring!

Leave a Comment