আইটি খাতে ভবিষ্যৎ আজীবন

আইটি খাতে ভবিষ্যৎ আজীবন

  • ক্যারিয়ার ডেস্ক 

বর্তমানে আইটির যুগ। আর এ সময়ে আইটিতে ক্যারিয়ার গড়া খুবই সহজ, যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছেন না তারা সহজেই এ ধরনের কোর্স করে চাকরির সুযোগ করে নিতে পারেন। আইটি সেক্টরের বিভিন্ন ধরনের শাখা আছে। যেমন_ অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র ও আর্কিটেকচার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিং।

এসব কোর্স করানোর জন্য দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে অন্যতম দীপ্তি। সাফল্যের সঙ্গে শিক্ষার্থীকে প্রফেশনাল প্রশিক্ষণ প্রদান, আত্মকর্মসংস্থানে সহায়তা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি। দীপ্তিতে বছরমেয়াদি নিচের প্রফেশনাল কোর্সগুলোতে মার্চ-২০১৬ সেশনে ছাত্রছাত্রী ভর্তি চলছে।

কোর্সগুলো হলো : ডিপ্লোমা ইন আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন, ডিপ্লোমা ইন থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়াল এফ-এক্স, ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন, ডিপ্লোমা ইন হার্ডওয়্যার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ওয়েব অ্যান্ড ই-কমার্স, ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং।

এ ছাড়াও রয়েছে ৩-৬ মাস মেয়াদি থ্রিডি ম্যাক্স, মায়া, মাল্টিমিডিয়া, ম্যাক্রো মিডিয়া ফ্লাশ, ভিডিও এডিটিং, অটোক্যাড, গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং, কম্পিউটার প্রোগ্রামিং, ডাটাবেজ প্রোগ্রামিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, প্রফেশনাল আউটসোর্সিং অন গ্রাফিক্স/অ্যানিমেশন/গেম ডিজাইন, হার্ডওয়্যার মেইনটেন্যান্স, নেটওয়ার্ক সার্টিফিকেশন, সিসিএনপি, উইন্ডোজ সার্ভারবার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডাটাবেজ ম্যানেজমেন্ট, জুমলা-ওয়ার্ডপ্রেস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, সিসিএনএ, লিনাক্স, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আউটসোর্সিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স। প্রতি বছর ৪টি সেশনে [মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর] এবং ৩টি শিফটে [সকাল/বিকেল/সান্ধ্যকালীন] এই ডিপ্লোমা প্রোগ্রামগুলোতে ভর্তি নেওয়া হয়।
যোগাযোগ :৬৪/৬ লেক সার্কাস রোড, পান্থপথ [রাসেল স্কয়ার], কলাবাগান, ঢাকা। ফোন : ৯১৩৪৬৯৫, ০১৭১৩৪৯৩২৬৭।
http://www.dipti.com.bd favicon59

Sharing is caring!

Leave a Comment