রোজায় সরকারিভাবে ১৭৪টি ট্রাকে পণ্য বিক্রি হবে
- নিউজ ডেস্ক
আগামী রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তারা বলেছে বাজারে যে পরিমাণ পণ্যের মজুদ থাকতে হয় তা তাদের হাতে রয়েছে।
গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা’ সভায় এসব কথা বলেন বক্তারা।
উক্ত সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “এমন কোনো সংবাদ পরিবেশন না করি, যাতে বাজারে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে।” এছাড়া রোজায় সরকারিভাবে ১৭৪টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, “দুই বছরের বেশি সময় দুইটা রোজার ঈদ পেয়েছি। দুইটা কোরবানির ঈদ পেয়েছি। বাজার স্বাভাবিক রাখবেন বলে আপনারা কথা দিয়েছিলেন। সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবারও যেন মানুষ ভালোভাবে থাকতে পারে।”
তিনি আরো বলেন, “একটা পণ্যের দাম বেশি হতে পারে, তখন যখন সরবরাহ চাহিদার তুলনায় কম থাকে। আমরা এতক্ষণ মূল্যায়ন করলাম, আমাদের কোনো পণ্যই চাহিদার থেকে কম নাই, বরং বেশি আছে।”