লক্ষ্যমাত্রা অতিক্রম করবে রপ্তানি : বাণিজ্যমন্ত্রী

লক্ষ্যমাত্রা অতিক্রম করবে রপ্তানি : বাণিজ্যমন্ত্রী

  • নিউজ ডেস্ক 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ২০১৫-১৬ অর্থ বছরে সামগ্রিক রপ্তানির লক্ষ্যমাত্রা তিন হাজার ৩৫০ কোটি ডলার ধরা হলেও তা তিন হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

বিজিএমইএ-এর এক সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘চলতি বছর ৩৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে। আমার ধারণা, তা টার্গেট ছাড়িয়ে ৩৪ বিলিয়ন ডলারের বেশি হবে। আর এটা করবেন আপনারা (পোশাক ব্যবসায়ীরা)। এ ক্ষেত্রে আপনাদের সুযোগ-সুবিধা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে অবশ্যই লক্ষ রাখা হবে।’

উক্ত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিএমইএর চার সাবেক সভাপতি উত্তর সিটির বর্তমান মেয়র আনিসুল হক, বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাতি এ. কে. আজাদকে সংবর্ধনা দেওয়া হয়।

ওই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, আনিসুর রহমান সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন। favicon59

Sharing is caring!

Leave a Comment