স্ট্রাগল নয়, জীবনকে দেখুন জার্নি হিসেবে : জুবিন

স্ট্রাগল নয়, জীবনকে দেখুন জার্নি হিসেবে : জুবিন

জুবিন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম। অক্ষয় কুমার থেকে শুরু করে সালমান খান, ঐশ্বরিয়া . . . গান গাইছেন একের পর এক সব সুপারস্টারদের জন্য। ফেমিনা ম্যাগাজিনে সম্প্রতি জুবিনের দেওয়া সাক্ষাৎকার ইংরেজি থেকে ভাষান্তর করেছেন রবিউল কমল।


  • ‘জজবা’ সিনেমার মাধ্যমে ঐশ্বরিয়া বচ্চন ফিরলেন পাঁচ বছর পর। সেই সিনেমায় আপনার গান ‘বন্দেয়া’য় তাকে দেখা গেল আর তার সাথে আপনিও ছিলেন। এটি নিয়ে আপনার অনুভূতি আমাদের বলুন।
  • গানটি রেকর্ডিং করেছিলাম আরো এক বছর আগে। বলিউডে আমার প্রথম গান ‘এক মুলাকাত’-এর কম্পোজার আমজাদ নবীনেরই কম্পোজিশন ছিল ‘বন্দেয়া’। কিন্তু তখন গানটি ‘সোনালী কেবল’ সিনেমায় ব্যবহার করা হয়নি। পরে ‘জজবা’র পরিচালক সঞ্জয় গুপ্ত গানটি তার সিনেমার জন্য পছন্দ করেন। শুনে অনেক খুশি হয়েছিলাম। তারপর শুনলাম গানের ভিডিওতে ঐশ্বরিয়া থাকবেন। এটি শুনে আরো ভাল লেগেছিল। তারপর যখন শুনলাম সেই ভিডিওতে আমিও থাকব . . . মাই গড! আনন্দে মাতাল হয়ে গিয়েছিলাম!

 

  • আপনি মুম্বায় এসেছেন প্রায় তিন বছর হতে চলল। এই অবস্থানে পৌঁছাতে আপনাকে কেমন স্ট্রাগল করতে হয়েছে?
  • স্ট্রাগল নয়, আমি বরং ব্যাপারটাকে দেখি একটি জার্নি হিসেবে। আসলে জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি যা অর্জন করার চেষ্টা করুন না কেন সেটাকে স্ট্রাগল ভাববেন না। যখনই আপনি এমন ভাববেন দেখবেন তখন হার-জিতের প্রশ্ন উঠবে। তাই আমার মনে হয়, সমস্ত বিষয়টাকে একটি জার্নি হিসেবে দেখা। তাহলে আপনি কিছু অর্জন করতে পারবেন।

 

  • আপনি তো অনেকদিন ধরেই গান শিখেছেন। কিন্তু এখন তো অনেকেই বিভিন্ন যন্ত্রের সাহায্যে গান করছেন, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন?
  • হ্যাঁ আমি লম্বা সময় ধরে একাধিক গুরুর কাছে নিষ্ঠার সাথে গান শিখেছি। বলিউডে সাত বা আটের দশকের মত সময় আর নেই, যেখানে খুব সীমিত সংখ্যাক মানুষ কাজ করতেন। এখন কাজের সুযোগ অনেক। আবার গানের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হল শ্রোতা। এমন জায়গায় দাড়িয়ে কেউ যদি যন্ত্রের সাহায্যে গান গেয়ে মানুষের মন জয় করতে পারেন তা নিয়ে আমার বিরক্ত হওয়ার কোনো মানে হয় না। বরং সুযোগ পেলে আমি তাকে উৎসাহ দেব, ‘ভাই তুমি ভাল করে গান শিখে নাও তাহলে লোকে তোমার গান আরো পছন্দ করবে।’

 

  • সামনে কী কী কাজ করছেন?
  • বেশ অনেকগুলো কাজ হাতে আছে, তবে সবগুলো আপনাকে জানাতে পারছি না। তবে এটুকু আশ্বাস দিতে পারি আগামী এক বছরের মধ্যে আমি ঝড়ের মত আছড়ে পড়বো আপনাদের মাঝে।

 

  • বিয়ে বা প্রেম নিয়ে কি ভাবছেন?
  • না ভাই, বিয়ে তো দূরে থাক আমি আপাতত প্রেমও করছি না। একা আছি এবং এভাবেই থাকতে চাই অনেকদিন।

 

  • আপনার বিয়ে হয়নি শুনে নারী ভক্তরা যতটা খুশি হবেন, আবার একা থাকতে চান শুনে নারাজও তো হতে পারেন!
  • হা হা হা! কী আর করবো বলুন। আসলে পেশার জায়গায় এমন অবস্থানে আছি, এত ভাল-ভাল কাজ পাচ্ছি, আমি একেবারেই চাই না সেখান থেকে আমার ফোকাস একটুও সরে যাক। favicon

Sharing is caring!

Leave a Comment