প্রকাশের পথে সালমান খানের জীবনী

প্রকাশের পথে সালমান খানের জীবনী

বিনোদন ডেস্ক: সালমান খান প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তারপরও ‘দাবাং’ খান সম্পর্কে দর্শক-ভক্তের আগ্রহের শেষ নেই। সে কথা মাথায় রেখে ৫০তম জন্মদিনে প্রকাশ হতে যাচ্ছে সালমান ভাইজানের জীবনী।

দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’র কর্ণধার সালমান, আর তাই তাঁর জীবনীর নামও ‘বিইং সালমান’। এটা সালমান খানের উপর লিখিত প্রথম পূর্ণাঙ্গ বই। এতে থাকবে সালমানের সুপারস্টার সালমান খান হয়ে উঠার কাহিনী। বইটি প্রকাশ করবে পেঙ্গুইন ইন্ডিয়া।

নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’র টি-শার্ট পরিহিত সালমান খান।

১৯৮৮ সালে বলিউডে সালমানের অভিষেক হয়। এরপর একে একে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘কিক’, ‘বাজরঙ্গী ভাইজান’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেন তিনি। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার সর্বশেষ সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’। বর্তমানে বলিউডে সর্বোচ্চ আয়ের তারকাও তিনি।

নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’র টি-শার্ট পরিহিত সালমান খান।

‘বিইং সালমান’-এ সালমানের জনপ্রিয়তা এ তারকার জীবনের নানা ঘটনা উঠে আসবে। সালমানের পারিবরিক পরিচিতিও ছোট নয়। তিনি বলিউডের নামি চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে, তার দুই ভাই জনপ্রিয় অভিনেতা, সৎ মা ও ছোট ভাইয়ের বউও সিনেমার সঙ্গে জড়িত। তাদের কথাও থাকবে এই বইতে। সব মিলিয়ে আকর্ষণীয় একটি জীবনী হতে যাচ্ছে ‘বিইং সালমান’।

বইটি লিখেছেন দিল্লি ভিত্তিক সাংবাদিক জসিম খান। চলতি মাসের ২৭ তারিখ সালমানের জন্মদিনে বাজারে আসবে ‘বিইং সালমান’। favicon

Sharing is caring!

Leave a Comment