সালতামামি বলিউড

সালতামামি বলিউড

12460059_857666427665354_629456334_nবিনোদন ডেস্ক : বলিউডের বছরটি শেষ হলো দুই সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’ দিয়ে। ২০১৫ সালের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো বড় তারকার পাশাপাশি দর্শক গুরুত্ব দিয়েছে শক্তিশালী গল্পকে। ভালো গল্প না থাকায় মুখ থুবড়ে পড়েছে অনেক সিনেমা।

vaijanবছরের আলোচিত ও সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় শীর্ষে আছে সালমান খান অভিনীত ‘বাজরঙ্গি ভাইজান’। এ সিনেমার মাধ্যমে নতুন ধরনের নিরীক্ষায় পাস করলেন সাল্লু। সমসাময়িক রাজনীতির প্রতিনিধিত্ব করছে ‘বাজরঙ্গি ভাইজান’।

সালমানের দ্বিতীয় সিনেমা ‘প্রেম রতন ধন পায়ো’ও ভাল ব্যবসা করেছে। এর মাধ্যমে অনেকদিন পর হিট সিনেমার দেখা পেল ‘হাত আপকে হ্যায় কৌন’ নির্মাতা সুরজ বারজাতিয়ার প্রতিষ্ঠান। তার অন্য ভাগিদার হলেন সোনম কাপুর।

‘দিলওয়ালে’ দিয়ে সালমানকে অতিক্রম করতে পারেননি শাহরুখ। কিন্তু ভক্তরা দেখেছে তার সঙ্গে কাজলের রসায়ন। একই সিনেমার সঙ্গে মুক্তি পাওয়া ‘বাজিরাও মাস্তানি’ দেখিয়ে দিয়েছে শক্তিশালী গল্পের মূল্য। তবে সিনেমা হল কম পাওয়া ও ক্ষমতাসীনদের শাহরুখ বিরোধী মনোভাব ‘দিলওয়ালে’তে প্রভাব ফেলেছে।

12434559_857668484331815_1016131090_nনায়িকাদের মধ্যে বছরের শুরুতেই ভাল অবস্থানে চলে আসেন দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেন অমিতাভ-দীপিকা। সে ধারাবাহিকতা দীপিকা বজায় রেখেছেন ‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’তে। শক্তিশালী গল্প ও ভাল নির্মাণের জন্য ‘তামাশা’ বক্স অফিসে ভাল করেছে। রণবীর কাপুর টানা তিন ফ্লপের পর পেয়েছেন সাফল্য।

12435732_857668064331857_229134529_nবছরের প্রথমেই থ্রিলার ‘বেবি’ দিয়ে দর্শক মন জয় করেন অক্ষয় কুমার। আরও মুক্তি পায় ‘সিং ইজ ব্লিং’। ভাল সাড়া পেয়েছে অজয় দেবগনের থ্রিলার ‘দৃশ্যম’। শুটিং থেকেই আলোচনায় ছিল পাঁচ ভাষায় নির্মিত ‘বাহুবলি’। তামিল পরিচালক এসএস রাজামৌলির সিনেমাটি ‘বাজরঙ্গি ভাইজান’র সমান্তরালে ব্যবসা করেছে।

12467707_857668407665156_2120290049_n২০১৩ সাল থেকেই আলোচনায় আছেন কঙ্গনা রনৌত। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকাও তিনি। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ সিনেমায়। বক্স অফিসে ভাল ফলাফলও পান। কিন্তু প্রত্যাশা পূরণ করেনি ইমরান খানের সঙ্গে করা ‘কাট্টি বাট্টি’।

12458777_857668670998463_580301953_oছোট বাজেটের কিছু সিনেমা গল্পের কারণে প্রশংসা পেয়েছে। এর মধ্যে আছে ‘এনএইচ১০’, ‘মাঝি- দ্য মাউন্টেন ম্যান’, ‘দাম লাগা কে হাইসা’, ‘মাশান’, ‘তিতলি’ ও ‘অ্যাংরি ইন্ডিয়ান গডেস’।

চৈতন্য তামানের মারাঠি সিনেমা ‘কোর্ট’ বছরের সবচেয়ে প্রশংসিত নির্মাণ। জিতে নিয়েছে সেরা সিনেমার জাতীয় ‍পুরস্কার। ৮৮তম অস্কার আসরে বিদেশি ভাষার সিনেমা বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করছে ‘কোর্ট’।favicon5

Sharing is caring!

Leave a Comment