জাদুকর ক্যাম্বারব্যাচ

জাদুকর ক্যাম্বারব্যাচ

বিনোদন ডেস্ক : বেনেডিক্ট ক্যাম্বারব্যাচকে এবার দেখা যাবে জাদুকর চরিত্রে। তার নতুন এই সিনেমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হবে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দ্য ওয়ার ম্যাজিসিয়ান’। সিনেমাটি নির্মিত হচ্ছে ব্রিটিশ জাদুকর জ্যাসপার ম্যাসকেলাইনের জীবনী অবলম্বনে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীকে সাহায্য করেছিলেন। দ্য র‌্যাপ জানায়, ওই চরিত্রে অভিনয় করবেন বিবিসির ‘শার্লক’খ্যাত তারকা বেনেডিক্ট ক্যাম্বারব্যাচ।

স্টোরিস্কপ এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটির পরিচালক ঠিক হয়নি এখনো। ডেভিড ফিশারের নন-ফিকশন বই অবলম্বনে ‘দ্য ওয়ার ম্যাজিসিয়ান’র চিত্রনাট্য লিখছেন গ্যারি হোয়টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যাসকেলাইন ‘দ্য ম্যাজিক গ্যাং’ নামের একটি দলের নেতৃত্ব দেন। যাদের ছিল বিভ্রম তৈরির ক্ষমতা। তারা যাদুর মাধ্যমে নিমিষে উধাও করে দিতেন ট্যাংক, সেনাবাহিনী ও বাড়ি-ঘর। আলেকজান্দ্রিয়া হারবার ও সুয়েজ খালে তারা এমন বিভ্রম তৈরি করেন। যার কারণে শত্রুর চোখে ধরা পড়েনি দেড় লাখ মানুষ, ১ হাজার বন্দুক ও ট্যাংক।

ক্যাম্বারব্যাচকে সম্প্রতি দেখা গেছে ‘ব্ল্যাক মাস’ সিনেমায়। এ ছাড়া সামনে দেখা যাবে ‘জুল্যান্ডার টু’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’ ও ‘জঙ্গল বুক : অরিজিনস’সহ অন্য কিছু চলচ্চিত্রে।favicon5

Sharing is caring!

Leave a Comment