‘দ্য হেইটফুল এইট’-এর বাজিমাত

‘দ্য হেইটফুল এইট’-এর বাজিমাত

বিনোদন ডেস্ক : মাত্র ১০০ হলে মুক্তি পেয়েছে কুয়েন্টিন টারান্টিনোর ফাঁস হাওয়া সিনেমা ‘দ্য হেইটফুল এইট’। ৭০ মিমি ফর্মেটের সিনেমাটি মাত্র ৪ দিনে আয় করে নিয়েছে সাড়ে ৫৬ লাখ ডলারের বেশি। সিনেমা প্রতি আয় সাড়ে ৫৬ হাজার ডলার।

এ দিকে বুধবার সিনেমাটির ডিজিটাল ভার্সন ১ হাজার ৯৫৮ পর্দায় মুক্তি পেয়েছে। পরিবেশনা প্রতিষ্ঠান দ্য উইস্টেইন কোম্পানির প্রেসিডেন্ট এরিক লমিস একে অবিশ্বাস্য বলে উল্লেখ করেন। আগের ৫ বছরের মধ্যে সীমিত পরিসরে মুক্তি পেয়ে এতো বেশি আয় করতে পারেনি অন্য কোনো সিনেমা। ২০১১ সালের ‘কেভিন হার্ট : লাফ এট মি’ ৯৮টি পর্দায় মুক্তি পেয়ে আয় করে ১৯ লাখ ডলার। যার তিনগুণ আয় করেছে ‘দ্য হেইটফুল এইট’।

এ ছাড়া গত দুই দশকে ৭০ মিমি ফর্মেটে এতো সংখ্যক পর্দায় কোনো সিনেমা মুক্তি পায়নি। তাই টারান্টিনোকে নতুন করে প্রজেক্টর বসাতে হয়েছে প্রেক্ষাগৃহে। উইকএন্ডে ৪৬ লাখ ডলার আয় করে ‘দ্য হেইটফুল এইট’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ১০তম অবস্থানে রয়েছে।

‘দ্য হেইটফুল এইট’কে মোকাবেলা করতে হচ্ছে ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ও ‘ড্যাডিস হোম’ মতো সিনেমাকে। এ ছাড়া সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। তারপরও হলে গিয়ে টারান্টিনোর সিনেমা দেখার লোকের অভাব হয় না— আবারও তাই প্রমাণ হলো।favicon

Sharing is caring!

Leave a Comment