এ প্লাস পেল ক্ষুদে গানরাজ রাফি
বিনোদন ডেস্ক : এ বছর সব বিষয়ে এ প্লাস পেয়েছে রাকিব রায়হান রাফি। সদ্য প্রকাশিত পিএসসি পরীক্ষার ফলাফলে ক্যামব্রিয়ান স্কুল থেকে এ কৃতিত্ব অর্জন করেছে সে।
শুধু লেখাপড়া নয় সংগীত এবং অভিনয়েও তার কৃতিত্বের কথা সবার জানা। ২০১১ সালের ক্ষুদে গানরাজে তার অবস্থান ছিল চতুর্থ। তখন রাফি নীলফামারীর কালেকটরেট কোয়ালিটি স্কুলে প্রথম শ্রেণির ছাত্র ছিল। অভিনয় করেছে বেশ কিছু চলচ্চিত্রে। রাফির অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘প্রিয়া তুমি সুখী হও’ এবং ‘শোধ’। এছাড়াও অভিনয় জাজ মাল্টিমিডিয়ার ‘ওয়ান ওয়ে’ এবং ইউনিসেফের শর্টফিল্মেও। এক প্রশ্নের জবাবে রাফি জানায়, সে বড় হয়ে একজন প্রকৌশলী হতে চায়।
রাফি আরো জানায়, তার ভালো ফলাফলের পিছনে বাবা-মায়ের প্রেরণা আর শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ছিল।