আজ থেকে ভারতের নাগরিক আদনান সামি
বিনোদন ডেস্ক : ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের নাগরিক হলেন পাকিস্তানি গায়ক আদনান সামি। বহুদিন আগেই ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেন জনপ্রিয় এই বলিউডি গায়ক। সংবাদ: পিটিআই।
২০১৫ সালের ২৬ মে নাগরিকত্বের জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আদনান। গত বছরের মে মাসেই তার পাকিস্তানি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় এবং পাকিস্তান সরকারও এই পাসপোর্টের মেয়াদ আর বাড়ায়নি। ফলে ভারতীয় নাগরিকত্বের জন্য উঠে পড়ে লাগা ছাড়া উপায়ন্তর ছিল না তাঁর। ভাগ্যের সহায়তায় এখন তিনি ভারতের নাগরিক।
২০০৫ সালে ‘কাভি তো নজর মিলাও’ এবং ‘লিফট করা দে’ গান দুটি দিয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন আদনান সামি। তার ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু হিট বলিউডি গান। সবশেষ সালমান খানের ব্লকবাস্টার হিট ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একটি গান গেয়েছেন তিনি।