চিরকুট মাতালো ড্যাফোডিলের সমাবর্তন
বিনোদন ডেস্ক : তারুণ্যের উচ্ছ্বাসের কাছে শীত পারাজিত হয়-তা আরেকবার প্রমাণিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে। গতকাল (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ৫ম সমাবর্তন অনু্ষ্ঠানে গান গাইলো জনপ্রিয় ব্যন্ড চিরকুট; আর তাদের গানের সঙ্গে ৩ হাজারের অধিক শিক্ষার্থী আনন্দ গানে মেতে উঠেছিল।
এদিন সকালে শুরু হওয়া সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ৩ হাজার ৬শ ৮৩জন স্নাতক পাশ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের প্রতিনিধি হয়ে উপস্থিত হয়েছিলেন সমাবর্তনে। সনদ প্রদান শেষে বিকেলে শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাস ব্যান্ড সংগীত। চিরকুট ব্যান্ডের জরপ্রিয় সব গানের সঙ্গে গলা মেলান শিক্ষার্থীরা। এক সময় তারা নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে রাতে চিরকুট ব্যান্ড তাদের ফেসবুক পাতায় লেখে, ‘আশুলিয়ায় অসম্ভব সুন্দর ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। দারুণ উপভোগ করেছি।’