পরলোকে খন্দকার নুরুল আলম
বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী খন্দকার নুরুল আলম আর নেই। (ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অসুস্থবোধ করলে খন্দকার নুরুল আলমকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এ সঙ্গীত ব্যক্তিত্ব।
খন্দকাল নুরুল আলম চলচ্চিত্রের পাশাপাশি অনেক জনপ্রিয় আধুনিক গানে কণ্ঠ দিয়েছে। দেবদাস, চন্দ্রনাথ, শুভদা, বিরাজ বৌ, শঙ্খনীল কারাগার ও শাস্তি’র মতো কালজয়ী অনেক সিনেমায় সুর-সঙ্গীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘চোখ যে মনের কথা বলে’, ‘আমি চাঁদকে বলেছি’, ‘কাঠ পুড়লে কয়লা হয়’ ও ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’। চলচ্চিত্রের গানের জন্য তিনি একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন।