১০০ কোটিতে ‘হ্যালো’
বিনোদন ডেস্ক : সবচেয়ে কম সময়ে ইউটিউবে ১০০ কোটিবার গান শোনানোর রেকর্ড এখন অ্যাডেলের। আর গানটি হলো ‘হ্যালো’।
এ বিষয়ে বৃহস্পতিবার একটি ঘোষণা দেয় স্ট্রিমিং সার্ভিস ইউটিউব। সেখানে জানানো হয় ‘হ্যালো’ গানটি ৮৭ দিনে ১০০ কোটির বেশিবার বেজেছে। অন্যদিকে, কোরিয়ান পপ গায়ক সাইয়ের ‘গ্যাংনাম স্টাইল’ এ মাইলফলক ছুঁয়েছিল ১৫৮ দিনে। অ্যাডেলকে শুভেচ্ছা জানিয়ে ইউটিউবে অরিজিনাল প্রোগ্রামিংয়ের প্রধান সুসান ড্যানিয়েল জানান, মাত্র ১৭টি ভিডিও ইউটিউবে ১০০ কোটির বেশিবার দেখা হয়েছে। অন্য ভিডিওগুলোর মধ্যে রয়েছে মেরন ফাইভের ‘সুগার’, মেজর লাজের ‘লিন অন’, ওয়ান রিপাবলিকের ‘কাউন্টিং স্টারস’, এলএমএফএও’র ‘পার্টি রক’, সিয়ার ‘ক্যান্ডিলিয়ার’, শাকিরার ‘ওয়াকা ওয়াকা’, এড শিরানের ‘থিংকিং আউট লাউড’, এলি গোল্ডিংয়ের ‘লাভ মি লাইক ইউ ডু’, কেটি পেরির ‘রোর’, টেইলর সুইফটের ‘ব্ল্যাঙ্ক স্পেস’, জাস্টিন বিবারের ‘বেবি’ ও এমিনেমের ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’।
১০ সপ্তাহ ধরে বিলবোর্ডের হট ১০০ চার্টে ১ নাম্বারে অবস্থান করে ‘হ্যালো’। ২০১৫ সালের নভেম্বরে প্রকাশ হওয়া অ্যাডেলের সিঙ্গেলটি ইতোমধ্যে একাধিক রেকর্ড ভেঙেছে।