এডভার্ব রকগাথা
- ফাহিম আহমেদ
এডভার্ব! শব্দটি শোনার পর আমাদের মস্তিষ্কে ইংলিশ গ্রামারের ‘পার্টস অব স্পিচের’ কথাই সর্বপ্রথম আসে। তবে যারা বাংলা রক মিউজিকের ফ্যান, ফলোয়ার্স আছেন তাদের কাছে ‘এডভার্ব’ শব্দটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছে ব্যান্ড এডভার্ব।
২০১৩ সালের দিকে তুহিন, প্রান্ত, সোহাগ তিনবন্ধু মিলে গড়ে তোলেন ব্যান্ড এডভার্ব কিন্তু তখন বিপত্তি সামনে আসে কারণ ব্যান্ডের তো কোনো গিটারিস্ট নেই। ভোকালে প্রান্ত, বেইজে তুহিন ও ড্রামসে সোহাগ। তাই তাদের প্রথম টার্গেট হয় ব্যান্ডের জন্য গিটারিস্ট খুঁজে বের করা। এরমধ্যে আরও ২-১ জন গিটারিস্ট ব্যান্ডের সাথে প্র্যাকটিস করে কিন্তু তারা একসময় ব্যান্ড ছেড়ে চলে যায়। এরপর ব্যান্ডের সাথে যুক্ত হন লিড গিটারিস্ট রেক্স পরবর্তীতে যুক্ত হন রিদম গিটারিস্ট লিংকন। লাইনআপ পরিপূর্ণ! এরপর শুধু রকগাঁথা
‘কতদূর যেতে চাও বলো
কতটা সীমানা পেরিয়ে
জানো কি তুমি
মনের কাছে দূরত্ব কিছু নয়’
‘কতদূর’ ব্যান্ড এডভার্বের প্রথম গান ‘এডভার্ব ইনফোটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেলে রিলিজ পায়। ১ লক্ষ ভিওয়ার অতিক্রম করার পর ইউটিউব চ্যানেলটি পরপর তিনবার ডিজেবল হয়ে যায়। যা ব্যান্ডের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে এডভার্বের পূর্বাপর অ্যালবামের প্রথম গান কতদূর ৫ লক্ষ ভিওয়ার্স অতিক্রম করেছে। পূর্বাপার এলবামের পরবর্তী ২টি গানকে (তোমাকে বাসবে ভালো ও অবসাদ) শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়। আরও ৪টি অপ্রকাশিত গানসহ এডভার্বের প্রথম এলবামে গান রয়েছে ৭টি।
ব্যান্ডের বেজিস্ট তুহিন পন্ডিতের সাথে আলাপচারিতায় ব্যান্ড সম্পর্কে অজানা তথ্যগুলো উঠে আসে। এডভার্ব নামকরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, মানুষের ইমোশন, এক্সপ্রেশন, ভালোবাসা, বিচ্ছেদের অনুভূতিগুলোকে নিয়ে কাজ করতে চাওয়ার ইচ্ছা থেকেই অল্টারনেটিভ রক জনরার এই ব্যান্ডের নামকরণ। বেতোভেন, বিটলস, ডিলান, মহীনের ঘোড়াগুলি, অল্টার ব্রীজ, স্কোরপিয়ন্স, পিংক ফ্লয়েড কিংবা বাংলাদেশি আর্টসেল, ওয়ারফেজের মত কালজয়ী সলো আর্টিস্ট ও ব্যান্ড তাদের অণুপ্রেরণা।
৬০ এর দশকে বিটলসকে দিয়ে ওয়েস্টার্ন রক মিউজিকের যে বিপ্লব ঘটে তার ছোঁয়া ৯০ এর দশকে বাংলাদেশে এসে পড়ে। তারপর থেকে জেমস, এলআরবি, ওয়ারফেজ,আর্টসেলের মত তারকা ও ব্যান্ডগুলোর মাধ্যমে বাংলাদেশের মূলধারায় চলে আসে ওয়েস্টার্ন ধাচের রক মিউজিকের বাংলা ভার্সন। যা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এনেছে বলে মনে করেন তুহিন পন্ডিত। তিনি বলেন এখন বাংলাদেশের আনাচে কানাচে, বাড়িতে বাড়িতে ছেলেমেয়েরা গীটার হাতে তুলে নিয়েছে। যার মাধ্যমে জীবনের সব দুঃখ কষ্ট, ভালোবাসাকে উপভোগ করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পেয়েছে আমাদের প্রজন্ম।
বাংলাদেশি রক মিউজিক পশ্চিম বাংলায় তুমুল জনপ্রিয়। ওপার বাংলায় জেমস, মাইলস, বাচ্চু ভাই, হালের ওয়ারফেজ আর্টসেল ও অন্যান্য ব্যান্ডের মত এডভার্ব ও ছড়িয়ে পড়েছে তাদের কনসার্ট কিংবা প্লেলিস্টে। একদেশ থেকে আরেক দেশে এভাবেই ছড়িয়ে পড়ুক এডভার্ব এমন প্রত্যাশাই করে এডভার্ব পরিবার। মানুষকে আরও ভালো ভালো গান উপহার দেওয়াই ব্যান্ড এডভার্বের ভবিষ্যৎ পরিকল্পনা।