‘মৈত্রী সম্মাননা’ পাচ্ছেন আঁখি আলমগীর
বিনোদন ডেস্ক: এ বছর কলকাতা মৈত্রী সম্মাননা ২০১৫ পেতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হবেআগামী ২৯ অক্টোবর। বেশ কয়েক দিন আগে জানতে পেরেও খবরটা চেপে রেখেছিলেন তিনি।
বাংলাদেশের সংগীতশিল্পী আঁখি আলমগীরকে এই সম্মাননা দিচ্ছে কলকাতার সংস্কৃতিচর্চা কেন্দ্র বিড়লা একাডেমি। আঁখি জানিয়েছেন, ‘এই সম্মাননা কতটা সম্মানজনক সেটা বিচার করিনি। কলকাতা থেকে প্রথমবারের মতো এমন সম্মাননা পেতে যাচ্ছি। এটাই আমার জন্য অনেক আনন্দের।’
আগামীকাল বুধবার পুরস্কারটি নিতে কলকাতায় যাবেন আঁখি। ২৯ তারিখের অনুষ্ঠানে যোগ দিয়ে ২ নভেম্বর দেশে ফিরবেন তিনি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	