কবীর সুমনের নতুন গান “রুখে দাও”
বিনোদন ডেস্ক: ‘কবীর সুমন শুধু একটি নাম নয়, সময়ের প্রয়োজনে হয়ে উঠেছে একটি প্রতিবাদি মুখ। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা তার মজ্জাগত স্বভাব। কখনো সুরে-সুরে, আবার কখনো ফেসবুকে। নিজের অবস্থান থেকে নিজের মত করেই প্রতিবাদ করেন তিনি। এসব নিয়ে তাকে অনেকবার আলোচনা বা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তাই বলে দমে যাননি তিনি। নিজের অবস্থান থেকে পিছিয়েও যাননি কখনো। বিনিময়ে পেয়েছেন মানুষের ভালোবাসা। এপার-ওপার দুই বাংলাতেই তার জনপ্রিয়তার কোনো কমতি নেই।
ভারত-বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলা ধর্মীয় গোঁড়মি নিয়ে তিনি লিখেছেন তার নতুন গান “রুখে দাও”। যা গত ৩ নভেম্বর তিনি তার ফেসবুক পেজে আপলোড করেন। দি প্রমিনেন্টের পাঠকদের জন্য গানের লিরিক নতুন করে প্রকাশ করা হলো।
রুখে দাও
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।।
রুখে দাও সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ আনা
কবীরের ভিটেয় পদ্ম ফুলের নিশান দিচ্ছে হানা
রুখে দাও মৌলবাদের কুমন্ত্রনা বিশ্রী সুরে
কাজী নজরুলের কসম তোমার স্বদেশ যাচ্ছে পুড়ে।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে।
রুখে দাও বর্গীগুলোর জুলুমবাজি, মগের মুলুক
আমাদের ভাবনাগুলো সহিষ্ণুতার হাওয়ায় দুলুক।
রুখে দাও বাবরি ভাঙা ত্রিশূলধারীর রথের চাকা
গুজরাট কাঁদছে আজও, অনেক বুকেই কান্না রাখা
রাখে দায় কান্না গুলো, শান্তি পাখি আসুক উড়ে
শান্তির কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে।
রুখে দাও ধর্ম নিয়ে রাজনীতি এই দেশটা জুড়ে
লালনের কসম, তোমার আমার স্বদেশ যাচ্ছে পুড়ে।