“খেয়া” নাটকে রাইসুল ইসলাম আসাদ
বিনোদন ডেস্ক: আবিদুর রশিদ একজন সাদামাটা ছাপোষা ধরনের ভদ্রলোক। এক ছেলে ও এক মেয়ে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবার তার। জীবনে চাওয়া-পাওয়া তারাই। পেশা বলতে ভাগ্যক্রমে পেয়ে যাওয়া একটা দোকান, নাম পারাপার স্টোর।
একমাত্র মেয়ে তিশা যেমন সুন্দরী, তেমনি মেধাবী, বুদ্ধিমতি। মেয়ে চায় না বাবা এই ব্যবসা করুক, যে কারণে মাঝেমধ্যেই বাবাকে আঘাত দিয়ে, খোঁচা দিয়ে কথা বলে ফেলে। পরিশেষে নিজেই কষ্ট পায়, আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদেও। আবিদুর রশিদের এটা পছন্দ না। কিন্তু তার তো কিছু করারও নেই, এই দোকান দিয়েই সংসারটা কোনো রকম চলে। ব্যবসা বন্ধ করলে খাবে কী?
খেয়া নামের একটি ধারাবাহিক নাটকে পারপার স্টোরের মালিকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।