“ইত্যাদি” এবার নোয়াখালীতে
বিনোদন ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্বের দৃশ্য ধারণ করা হয়েছে নোয়াখালীতে।
গত ১৬ নভেম্বর নোয়াখালীর মাইজদীতে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে ইত্যাদির দৃশ্য ধারণ করা হয়। এই সময় ইত্যিাদির সেটে হাজির হয়েছিলেন প্রায় ২০ হাজার দর্শক। বরাবরের মতো অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশন এবারের পর্ব নিয়ে জানান, এবার ইত্যাদিতে দেখা যাবে বৃহত্তর নোয়াখালীর দুই অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ ও তারিনকে। তবে তারা অংশ নিয়েছেন অনুষ্ঠানটির দর্শক পর্বে। দর্শকদের সঙ্গে তারা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অভিনয় করেন।
মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গান থাকছে এবারের পর্বে। আর এ গানটি লেখা হয়েছে নোয়াখালীকে নিয়ে। এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন বিনোদ রায় এবং কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। এছাড়াও থাকছে, ভোলার লালমোহন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুর রশিদের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন।
বাংলাদেশ, তুরস্ক আর গ্রিসের সীমান্ত এলাকায় ধারণ করা চিত্র নিয়ে মানবপাচার বিষয়ক প্রতিবেদন, বনভূমি পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের ‘নিঝুম দ্বীপ’ নিয়ে প্রতিবেদন। বগুড়ার একটি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইকবালের প্রকৃতি ও পাখি প্রেমের ওপর সচেতনতামূলক প্রতিবেদনসহ আরও অনেক কিছু।
ইত্যাদির এই পর্বটি আগামী ২৭ নভেম্বর রাত ৮টা বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে ৬ ডিসেম্বর রাত ১০টার ইংরেজী সংবাদের পর।