অ্যাডেলের ‘25’ অ্যালবামের রেকর্ড
বিনোদন ডেস্ক: অ্যাডেলের তৃতীয় অ্যালবাম ‘25’ এখন ইতিহাস। একের পর এক মাইলফলক ছুঁয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৩০ লাখ কপির বেশি বিক্রি হওয়া একমাত্র অ্যালবাম ‘25’।
১৯৯১ সাল থেকে অ্যালবাম বিক্রির তথ্য সংগ্রহ করছে নেলসন মিউজিক। প্রতিষ্ঠানটি জানায়, ‘25’ যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহে বিক্রি হয়েছে ৩৩.৮ লাখ কপি। এটি প্রথম সপ্তাহে বিক্রির সর্বোচ্চ সংখ্যা। আর সিঙ্গেল বিক্রি হয়েছে ২০ লাখের বেশি। প্রকাশের পরপরই সর্বোচ্চ বিক্রিত সিঙ্গেলের রেকর্ডে স্থান করে নেয় অ্যালবামটি। এক সপ্তাহে বিক্রি হয় ২৪.২ লাখ কপি।
আগে রেকর্ডটি ছিল এনএসওয়াইএনসি’র ‘নো স্ট্রিং এটাচড’-এর। ইতোমধ্যে ২০১৫ সালের সবচেয়ে বিক্রিত অ্যালবামের মর্যাদা পেয়ে গেছে ‘25’। এর মাধ্যমে হটিয়ে দিলেন টেইলর সুইফটের ‘১৯৮৯’কে। ওই অ্যালবামটি বিক্রি হয়েছে ১৮ লাখ কপির বেশি। ১২ ডিসেম্বর বিলবোর্ড ২০০ অ্যালবামস চার্টে নাম উঠবে অ্যাডেলের নতুন অ্যালবামের। বলা বাহুল্য, অ্যাডেলের নাম থাকবে শীর্ষে। সূত্র: রোলিং স্টোন।