মা হলেন শায়না
বিনোদন ডেস্ক: মডেল ও অভিনেত্রী শায়না আমিন মা হয়েছেন। গত বুধবার যুক্তরাজ্যের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা ও মেয়ে দুজনই ভালো আছেন। মেয়ের নাম রাখা হয়েছে আরশিয়া। ফেসবুকে পোস্ট করা এক স্ট্যাটাসের মাধ্যমে শায়না আমিন বলেন, ‘জীবনে পূর্ণতা এল। এখন আমরা বাবা ও মা। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন।’
২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন। শোবিজে অনেক বছর ধরে কাজ করলেও শুভ মিতা ও শহিদের গাওয়া ‘এক জীবন’ গানের মডেল হয়ে বেশ জনপ্রিয়তা পান শায়না। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন শায়না। এখন নিজের সংসার জীবন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।