নতুন বিজ্ঞাপনে শাবনূর
বিনোদন ডেস্ক : নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন চিত্রনায়িকা শাবনূর। আগামীকাল (১৬ ডিসেম্বর) এই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আহমেদ ইলিয়াস।
প্রসঙ্গে শাবনূর গণমাধ্যমকে জানান, ‘অভিনয় আমার কাছে নেশার মতো। কিন্তু একটু মোটা হয়ে গেছি, যে কারণে চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে চাই না। তবে আগামীকাল একটি ক্রোকারিজের বিজ্ঞাপনের শুটিং করব এফডিসিতে। এটা শেষ করে দেখি ক্যামেরায় আমাকে কেমন লাগে। দর্শক আমাকে কীভাবে নেয়। আপনারা দোয়া করবেন, আমি যেন ভালোভাবে কাজটি শেষ করতে পারি।’
গত ১৫ নভেম্বর একমাত্র সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন শাবনূর। এবার তিনি তার ‘পাগল মানুষ’ সিনেমার কাজ শেষ করবেন। সিনেমাটিতে শাবনূরের বিপরীতে অভিনয় করছেন শাহেন খান।![]()
