টেলিভিশনে বিজয় দিবসের নাটক
বিনোদন ডেস্ক : বিজয় দিবসে নানান ধরনের অনুষ্ঠান প্রচার করছে টেলিভিশন চ্যানেলগুলো। এর মধ্যে রয়েছে বিশেষ নাটক ও টেলিফিল্ম। মুক্তিযুদ্ধের আবহে নির্মিত নাটকগুলোর রচনা, নির্মাণ ও অভিনয়ে রয়েছেন প্রথম সারির নাট্য কুশলীরা।
এবার জেনে নিন উল্লেখযোগ্য কিছু নাটকের কথা—
বাড়ির নাম স্বাধীনতা : ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিরিজের কাহিনী নিয়ে দশম নাটক এটি। নতুন সিক্যুয়ালের রাম ‘বাড়ির নাম স্বাধীনতা’। নিজের নাট্যরূপ থেকে পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ, শম্পা রেজা, আল মনসুর, ইরফান সাজ্জাদ, সামিয়া সাঈদ ও মিথিলা। চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘বাড়ির নাম স্বাধীনতা’।
সবুজ কাহিনী : দর্শকের পাঠানো গল্প থেকে নির্মিত হয়েছে নাটকটি। ‘সবুজ কাহিনী’ রচনা করেছেন ফাহিমা আক্তার, পরিচালনায় ছিলেন সুমন আনোয়ার। মৌ ও আজাদ আবুল কালামের অভিনয়ে আরটিভিতে প্রচার হবে রাত ৯ টা ৫ মিনিটে।
জনক ৭১ : আনিসুল হকের রচনা থেকে নাটকটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন আবুল হায়াত, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া ও রিফাত চৌধুরী। চ্যানেল নাইনে রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘জনক ৭১’।
আঁধারের ঋণ : বীরাঙ্গনা ও রাজাকারের গল্প এটি। তাবারুখ হোসেন ভূঁইয়ার রচনা ও মাসুম শাহরিয়ারের চিত্রনাট্যে নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, আহমেদ রুবেল ও রামিজ রাজু। আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে ‘আঁধারের ঋণ’।
শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম : আল মনসুরের রচনায় পরিচালনা করেছেন কমল চাকমা। অভিনয় করেছেন রওনক হাসান, শশী, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী ও তানহা। জিটিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হবে ‘শহীদ মোসাম্মৎ কুলসুম বেগম’।
আগুনের ফুল : হায়দার আনোয়ার খান জুনোর গল্প ও মোহাম্মদ কামরুল ইসলামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শিমূল সরকার। অভিনয় করেছেন ইরেশ যাকের, ফরাহানা মিলি, আরফান আহমেদ, কচি খন্দকার ও শামীমা নাজনীন। বাংলাভিশনে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ফুল।
ডায়েরি ৭১ : আবুল হায়াতের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন ও খায়রুল আলম সবুজ। এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘ডায়েরি ৭১’।
বিজয় হেয়ার ড্রেসার : ইমরান ইমন, ইমরুল সাঈদ ও ইফতেখার আহমেদ ওশিনের যৌথ রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। অভিনয় করেছেন আবুল হায়াত, নাঈম, শবনম ফারিয়া, ওয়াসিম সিতার ও শোয়েব মুনির। দেশটিভিতে রাত পৌনে ৮টায় প্রচার হবে ‘বিজয় হেয়ার ড্রেসার’।
একাত্তর ডিগ্রী : দিলশাদুল হক শিমুলের পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন রুপক, শারিকা, মামুনুর রশিদ ও কচি খন্দকার। বৈশাখী টিভিতে দুপুর ৩টায় প্রচার হবে ‘একাত্তর ডিগ্রী’।
চশমা : ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনা অভিনয় করেছেন অপূর্ব, মৌসুমী হামিদ, দিলারা জামান, আল মনসুর, নূপুর ও সিদ্দিক মাস্টার। এনটিভিতে দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে ‘চশমা’।
ওয়ার্কশপ : মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ ও সাদিয়া জাহান প্রভা। এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে ‘ওয়ার্কশপ’।
শেষ চিঠি : শামীম জামানের পরিচালনায় অভিনয় করেছেন নিশো, শখ, রোকেয়া প্রাচী, শামীম জামান, খায়রুল আলম সবুজ ও আহসানুল হক মিনু। মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার হবে ‘শেষ চিঠি’।
আত্মজ : মাসুদ হাসানের চিত্রনাট্য ও পরিচালনায় অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শাহাদাৎ হোসেন ও ঈশিতা চাকী প্রমুখ। এসএ টিভিতে ‘আত্মজ’ প্রচার হবে বিকাল ৪টায়।
ডেডলাইন ৭১ : পরিচালনা করেছেন মুনতাছির বিপন। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও রিচি সোলায়মান। বৈশাখী টিভিতে রাত ৮টায় প্রচার হবে ‘ডেডলাইন ৭১’।