ওবামা থেকেও বেশি মানুষ মারে ধূমপান
মো: সাইফ : এটি একটি বিজ্ঞাপনী ট্যাগলাইন। রাশিয়ান নাগরিকদের ধূমপানের ক্ষতিকর দিক তুলে ধরে এ থেকে বিরত থাকতে বলা হয়েছে নতুন এই ধূমপান বিরোধী প্রচারনায়। প্রচারনার অংশ হিসেবে তারা বলছে, “ওবামার কারনে অনেক মানুষ মারা গেলেও ধূমপান এর জন্যে তার থেকেও বেশি মানুষ মারা যায়। তাই ওবামার মতো হয়ো না, ধূমপান করো না।”
রোগ নিয়ন্ত্রন এবং নিরাময় কেন্দ্রের একটি গবেষনা বলছে, প্রতি বছর ৬ মিলিয়ন মানুষের মৃত্যু হয় ধূমপানের কারনে।
যদিও প্রাথমিকভাবে এখনো স্পষ্ট নয় যে এই বিজ্ঞাপন প্রচারনার পিছনে কারা জড়িত। তবে দ্য গার্ডিয়ান পত্রিকার মতে ধূমপান বিরোধী এই প্রচারনাটি একটি ইউটিউব ভিডিওর সাথে সম্পৃক্ত। যেখানে দেখানো হয়, রাশিয়ান ছাত্রছাত্রীরা মাটিতে শুয়ে আছে, যার অর্থ তারা মারা গেছে। ভিডিওতে একটি মেয়ে একটি চিহ্ন প্রদর্শন করে বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর জন্যে প্রতি সপ্তাহে ৮৭৫ জন মানুষ মারা যাচ্ছে।
সাম্প্রতিককালে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন চলছে বিভিন্ন ইস্যুতে। রাশিয়ান প্রধানমন্ত্রী একে “নিউ কোল্ড ওয়ার” নামে আখ্যায়িত করেছেন। এরই মধ্যে এই ব্যাতিক্রমধর্মী ধূমপান বিরোধী প্রচারনা খুবই জনপ্রিয়তা পেয়েছে রাশিয়াতে। মস্কোর প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে এই বিজ্ঞাপনের পোস্টার।
সংবাদ : দ্য গার্ডিয়ান, মস্কো টাইমস