তিশা পেলেন সেরা অভিনেত্রীর পুরষ্কার
- বিনোদন ডেস্ক
চারুনীড়ম সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নুসরাত ইমরোজ তিশা। তিনি ‘আঁধারের ঋণ’ নাটকের জন্য এই কৃতিত্ব অর্জন করলেন। এই নাটকে তিশা বাঈজি চরিত্রে অভিনয় করেন। রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘চারুনীড়ম টেলিভিশন কাহিনীচিত্র পুরস্কার-২০১৬’ প্রদান করা হয়।
আবু হায়াত মাহমুদ সেরা কাহিনীচিত্র পুরষ্কার পেয়েছেন ‘আঁধারের ঋণ’ নাটকের জন্য এবং সুজাত শিমুল জিতেছেন চিত্রকুসুম পুরস্কার। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন গোলাম সোহরাব দোদুল। তিনি ‘প্রণয়িনী’ নাটকের জন্য এই পুরষ্কার পান।
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন মেজবাহ উদ্দিন সুমন তার ‘শুক্ল পক্ষের আহবান’ নাটকের জন্য। এছাড়া শ্রেষ্ঠ চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব, শ্রেষ্ঠ চিত্রসম্পাদক-ময়ূখ বারী, শ্রেষ্ঠ রূপসজ্জাকারী-রহমান, শ্রেষ্ঠ আবহসঙ্গীত-নীল কামর নির্বাচিত হন। ‘ইনভেনশান’ নাটকটি শ্রেষ্ঠ কাহিনীচিত্র নির্বাচিত হয়েছে।
অভিনেতা ড. ইনামুল হক ও অভিনেত্রী দিলারা জামান দেওয়া হয়েছে আজীবন সম্মাননা।