১০ তরুণকে সাফল্যের স্বীকৃতি দেবে জেসিআই

১০ তরুণকে সাফল্যের স্বীকৃতি দেবে জেসিআই

  • উদ্যোক্তা ডেস্ক 

১০ জন তরুণকে তাঁদের অনুপ্রেরণামূলক কাজের স্বীকৃতি দেবে জেসিআই বাংলাদেশ। ইতিমধ্যে সফল তরুণদের নাম বাছাই শুরু হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পারসন অব বাংলাদেশ বা টিওওয়াইপি কার্যক্রমের উদ্দেশ্য হলো, দেশের সফল তরুণদের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তাঁদের সাফল্যগাথা দেশের অন্য তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া। সংবাদ সম্মেলনে জেসিআই বাংলাদেশের সভাপতি শাখাওয়াৎ হোসেন মামুন বলেন, তরুণ যোগ্যদের তাঁদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার জন্য প্রাথমিক বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে ব্যবসায় অবদান কিংবা মানবসেবায় নিয়োজিত ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। চিকিৎসা শাস্ত্র এবং সংস্কৃতিতে অবদান রাখছেন তাঁরাও আবেদন করতে পারবেন। উল্লেখ্য, ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ সক্রিয়দের বিশ্বব্যাপী এক সংগঠন জেসিআই। ১১৫টি দেশের দুই লাখ সদস্য এই কার্যক্রমের আওতায় আছেন। শ্রেষ্ঠ তরুণদের স্বীকৃতি দেওয়ার এই প্রক্রিয়া জেসিআই বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইরফান ইসলাম, ন্যাশনাল ট্রেজারার অ্যান্ড চেয়ার অর্গানাইজিং কমিটি (টিওওয়াইপি), নজরুল ইসলাম, ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট, মির শাহেদ আলী, ন্যাশনাল ডিরেক্টর অ্যান্ড কো-চেয়ার অর্গানাইজিং কমিটি (টিওওয়াইপি), আমজাদ হোসেইন, ভাইস প্রেসিডেন্ট এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। favicon59

Sharing is caring!

Leave a Comment