সিডস্টার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতার নিবন্ধন শুরু

সিডস্টার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতার নিবন্ধন শুরু

  • উদ্যোক্তা ডেস্ক

সুইজারল্যান্ডভিত্তিক সিডস্টার্স বাংলাদশে টেকসই উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগের খোঁজে দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে সিডস্টার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতা। ১৯ অক্টোবর আইসিটি বিভাগ ও বেটার স্টোরিজের যৌথ উদ্যোগে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ সম্মেলনে অনুষ্ঠিত হবে সিডস্টার্স ঢাকা পর্বের প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী পাবেন আট কোটি টাকা। তবে সিডস্টার্স যে বিনিয়োগ করবে বাংলাদেশে, তার সমপরিমাণ ম্যাচিং ফান্ডেরও ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ১৬ কোটির জন্য লড়বে বাংলাদেশ।

গত বৃহস্পতিবার রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিডস্টার্স ঢাকা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং পুরস্কারের কথা তুলে ধরেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হোসনে আরা বেগম, সিডস্টার্স ওয়ার্ল্ডের এশিয়া প্রতিনিধি নিক ফেনেক, বেটার স্টোরিজের এমডি মিনহাজ আনোয়ার এবং সিডস্টার্স ওয়ার্ল্ড ঢাকার প্রোগ্রাম লিড শাহরিয়ার প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিডস্টার্স ওয়ার্ল্ডের এশিয়া প্রতিনিধি নিক ফেনেক পুরো আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উদ্ভাবনে নিজেদের অস্তিত্ব জানানো, একই সঙ্গে আমাদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করাই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রধান লক্ষ্য। তবে উদ্ভাবনকে উৎসাহিত করতে আমাদের দেশের সরকারি-বেসরকারি উদ্যোগে কাজ চলছে। এ কারণেই আইসিটি বিভাগ সিডস্টার্স ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তারা বিশ্বের ৬৫টি দেশে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ সুযোগটি আমরা কাজে লাগাতে চাই। বিশ্বকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যৎ পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত। এখন আমরা স্টার্টআপ মানচিত্রে বাংলাদেশের নাম খোদাই করতে চাই। এ জন্য এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সিডস্টার্স ওয়ার্ল্ড আঞ্চলিক সম্মেলনে একটি প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছি। আর আগামী বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় সিডস্টার্স ওয়ার্ল্ডের আন্তর্জাতিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি।

আইসিটি বিভাগের সেক্রেটারি শ্যাম সুন্দর সিকদার বলেন, আইটি ও আইটিইএস প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন হিসেবে আইসিটি বিভাগ সব সময় স্টার্টআপ প্রতিষ্ঠানের পাশে রয়েছে। আগামীতেও স্টার্টআপ-বান্ধব নীতিমালা ও আইন প্রণয়নে সরকারকে পরামর্শ দেবে। এদিকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম বলেন, দেশে স্টার্টআপ উদ্যোগকে এগিয়ে নিতে হাইটেক পার্ক কর্তৃপক্ষ যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত।

সিডস্টার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। বাছাই প্রক্রিয়া শেষে ১৭ অক্টোবর আট প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১৯ অক্টোবর স্টার্টআপগুলোকে তাদের উদ্ভাবন উপস্থাপন করতে হবে। ডিজিটাল ওয়ার্ল্ডের আসরে বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। সেখান থেকে ঢাকা অঞ্চলের চূড়ান্ত বিজয়ীরা অংশ নেবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চূড়ান্ত পর্বে। ২০১৭ সালে সুইজারল্যান্ডে হবে প্রতিযোগিতার চূড়ান্ত আসর।

নিবন্ধন লিংক :bit.do/sswdhaka। বিশেষ নিবন্ধন লিংক :SSW_Dhaka_2016

সূত্র: সমকালfavicon59-4

Sharing is caring!

Leave a Comment