বিজনেস প্ল্যান লেখার কৌশল

বিজনেস প্ল্যান লেখার কৌশল

  • মো. সাইফ

বিজন্যাস প্ল্যান কিংবা ব্যবসায় পরিকল্পনা হচ্ছে ব্যবসায়কে সাফল্যের পথে পরিচালিত করার ধাপগুলোর সমষ্টি। যেকোনো ব্যবসায়ের শুরুতে ব্যবসায়ীরা কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নামেন। তবে মৌখিক না হয়ে ব্যবসায়িক পরিকল্পনা লিখিত হওয়া ভালো। এতে করে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় । অনাগত আগামীর দিনগুলোতে ব্যবসায়ের কার্যক্রম কিভাবে চলবে সেসবের প্রস্তুতিও ফুটে ওঠে বিজন্যাস প্ল্যানে।

ব্যবসায় পরিকল্পনা লিখার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। সেসব নিয়ম নিয়েই আজকের আয়োজন। যেভাবে আপনি লিখবেন আপনার ব্যবসায় পরিকল্পনা-

  • এক্সিকিউটিভ সামারি/ কর্ম নির্বাহের সারমর্ম 

সম্পূর্ন ব্যবসায় পরিকল্পনার সারমর্মটি সংক্ষেপে তুলে ধরা হয় এখানে। এই অনুচ্ছেদ পড়ে যে কেউ ব্যবসায় সম্পর্কে ধারনা লাভ করতে পারে। ব্যবসায়ের লক্ষ্য কি হতে যাচ্ছে-সেটিরও উল্লেখ থাকে।

  • প্রতিষ্ঠানের বর্ণনা

নপ্রতিষ্ঠানের বর্ণনা মধ্যে অন্তর্ভুক্ত থাকে সাধারণ তথ্যসমূহ। এছাড়া ব্যবসায়টি কেনো করা হচ্ছে,কিভাবে করা হচ্ছে এবং অন্য ব্যবসায়ের সাথে এর মৌলিক পার্থক্য কি সেটার ব্যাখ্যা থাকে এই অংশে।

  • বাজার গবেষণা 

ব্যবসায় কার্যক্রম শুরু করার আগেই গবেষনা কাজ করতে হয়। বাজারের সামগ্রিক অবস্থা,প্রতিযোগীদের অবস্থান, গ্রাহকদের মনোভাব বুঝতে বাজার গবেষনা করা জরুরী।

  • সংগঠন ও ব্যবস্থাপনা

 প্রতিটি ব্যবসায় ভিন্ন ভিন্ন ভিত্তির উপর নির্ভরশীল। কারো সাথেই কারো প্রাতিষ্ঠানিক কাঠামো মিলে যাবে এমনটা ভাবার কারন নেই। তবে এর মধ্য থেকেই একটি সেরা প্রতিষ্ঠান এবং ব্যবস্থাপনা কৌশলকে বেঁছে নিতে হবে।

  • সেবা ও পণ্য

প্রতিষ্ঠান কি পণ্য নিয়ে কাজ করবে? এই পণ্যটি গ্রাহকদেরকে কি নতুনত্ব উপহার দেবে এবং কিভাবে উপকৃত করবে? পণ্যটির সাধারন ব্যবহারিক মেয়াদ কত? এইসব প্রশ্নের উত্তরই ব্যবসায় পরিকল্পনার এই অংশটিতে থাকবে।

  • বাজারজাতকরণ এবং বিক্রয় 

নতুন পন্য কিভাবে বাজারজাত করা হবে সেটি বলা হয় এই অংশে। বিক্রয় কৌশল এবং বাজারে সেটির প্রভাব কিরূপ হবে সেটি উল্লেখ করতে হবে এখানে।

  • অর্থায়ণের অনুরোধ 

ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে যদি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তার বিশদ বিবরণ এবং কোন খাতে কত ব্যয় হবে তা এখানে লিখতে হবে।

  • অর্থলগ্নির সম্ভাব্য ফলাফল 

কেউ যদি ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করে তাহলে সেই বিনিয়োগকারীকে বুঝাতে হবে ব্যবসায়টি লাভজনক। তাই এই অংশে ব্যবসায়টি কিভাবে আর্থিক ভাবে সাফল্য পাবে তার প্রামান্য চিত্র বুঝিয়ে দিতে হবে।

( Small Business Administration হতে অনূদিত ) favicon59

Sharing is caring!

Leave a Comment