বাগডুম শুরুর গল্প

বাগডুম শুরুর গল্প

  • উদ্যোক্তা ডেস্ক

অনলাইনে পণ্য বেচাকেনার প্রতিষ্ঠান বাগডুমের সহ-প্রতিষ্ঠাতা সৈয়দা কামরুন আহমেদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর কর্মজীবন শুরু করেছিলেন একটি বেসরকারি ব্যাংকে। কিন্তু সেখানে বেশিদিন মন বসাতে পারেন নি। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে অবশেষে শুরু করেন বাগডুম।

ভাদ্রের এক বিকেলে বাগডুম শুরুর গল্প শোনাচ্ছিলেন সৈয়দা কামরুন আহমেদ:

শিক্ষাগত দিক দিয়ে আমি একজন প্রকৌশলী এবং ব্যবসার দিক দিয়ে একজন উদ্যোক্তা। বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। তারপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিই। শিক্ষাজীবনে আমি চ্যান্সেলরের স্বর্ণপদক অর্জন করেছি। এরপর এমবিএ পড়া অবস্থায় সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। এমবিএ শেষ করার পর ব্যাংকিংয়ের ওপর একটি সংক্ষিপ্ত কোর্স করেছিলাম। এতকিছু করার পর আমি আবার আইটিতে চলে আসি।

উদ্যোক্তা হিসেবে আমার যাত্রা  শুরু হয়েছিল এখনই ডটকমের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে। আমার দুই অংশীদার রয়েছেন-ইমরান খান ও শামীম আহসান। ইমরান বর্তমানে স্নাপচ্যাটের প্রধান কৌশল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আর শামীম আহসান বেসিসের বর্তমান সভাপতি। পাঁচ বছর আগে ২০১১ সালে আমরা তিনজন Akhoni.com শুরু করেছিলাম।

আমরা প্রতিষ্ঠান শুরু করেছিলাম, একটি ভিশন নিয়ে। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে অনলাইন শপিংয়ে অভ্যস্ত করে তোলা।

বলতে পারেন আমাদের উদ্দেশ্য অনেকখানিই সফল।

সূত্র: ফিউচার স্টার্টআপfavicon59

Sharing is caring!

Leave a Comment